চোটের কারণে আইপিএল শেষ ম্যাক্সওয়েলের
১ মে ২০২৫

আইপিএলে চলতি মৌসুমে সময়টা একদমই ভালো যাচ্ছিল না গ্লেন ম্যাক্সওয়েলের। পাঞ্জাব কিংসের হয়ে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। এবার আঙুলের চোটের কারণে চলমান টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ম্যাক্সওয়েলের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাব।
১০ দলের টুর্নামেন্টে বর্তমানে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দলটির হয়ে এবারের মৌসুমে ৭ ম্যাচে মাঠে নামেন ম্যাক্সওয়েল। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ৬ ইনিংসে স্রেফ ৪৮ রান করেছেন। এর মধ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এক ম্যাচেই করেন ৩০ রান। অন্যদিকে বল হাতে তার শিকার ৪ উইকেট।
আগামী রোববার নিজেদের ১১তম ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব।
মন্তব্য করুন: