আবরারের আরেকটি শতকে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ যুবারা
৩ মে ২০২৫

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে আছেন জাওয়াদ আবরার। সিরিজে তার দ্বিতীয় শতকের সুবাদে স্বাগতিকদের গুঁড়িয়ে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুবারা।
শনিবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে সিরিজের চতুর্থ ম্যাচে আবরারের শতকে ৮ উইকেটে ৩৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ১৯০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১৪৬ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় আজিজুল হাকিম তামিমের দল।
এদিন ১১৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেন আবরার। এতে দেশের হয়ে যুব ওয়ানডেতে চতুর্থ ওপেনার হিসেবে একাধিক সেঞ্চুরি হাঁকানোর কীর্তি স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার। এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩০ রানে অপরাজিত ছিলেন তিনি।
ওপেনিংয়ে এর আগে বাংলাদেশের হয়ে দুটি করে সেঞ্চুরি করেছেন অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসান।
যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড তাওহিদ হৃদয়ের। চারটি করে শতরানের ইনিংস আছে আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে ৪৫ বলে ফিফটি পূর্ণ করেন আবরার। এরপর ছক্কা হাঁকিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন ১০৫তম বলে।
চার নম্বরে নেমে ৭৭ বলে ৮২ রান করেন রিজান হোসেন। তৃতীয় উইকেটে আবরার-রিজানের ১৩৫ রানের জুটিতে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ যুবারা। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ ৩৪০ রান তুলেছিল তারা।
রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লঙ্কানরা অলআউট হয় ৩৮ ওভার ৪ বলে। আগামী সোমবার একই মাঠে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: