ইউরোপে অপ্রতিরোধ্য, লিগে বিপর্যস্ত — ব্যাখ্যা পাচ্ছেন না ম্যান ইউ কোচ
২ মে ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক হোঁচট খেয়ে বিপর্যস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ইউরোপা লিগে যেন এক কথায় অপ্রতিরোধ্য তারা। চলতি মৌসুমে ইউরোপীয় আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারাই। অথচ লিগে দলটি নিজেদের রেকর্ড সর্বনিম্ন পয়েন্ট নিয়ে মৌসুম শেষের দিকে এগুচ্ছে। আর দলের পারফরম্যান্সের এমন পার্থক্যের কারণ জানা নেই কোচ রুবেন আমুরির কাছে।
বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে আথলেতিক বিলবাওয়ের মাঠে ৩-০ গোলের জয় পায় ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধেই গোল তিনটি করে তারা, ৩০তম মিনিটে যার শুরুটা করেন কাসেমিরো। এরপর জোড়া গোল করেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে আমুরি বলেন, “এটা বুঝিয়ে বলা কঠিন। শেষ কয়েক ম্যাচে আমরা উন্নতি করেছি। আমি শুধু ফলের দিকেই তাকাই না। এমন ম্যাচও ছিল যেগুলো আমরা জিতেছি, কিন্তু ভালো খেলিনি। আবার হেরেছি, অথচ ভালো খেলেছি। মাঝে মাঝে একটু ভাগ্যও দরকার হয়।”
“আমরা ইউরোপা লিগ জিততেও পারি। আর লিগে আমরা যেন প্রতিটি ম্যাচেই ভুগছি। চোট সমস্যা নিয়ে দুটো জায়গায় সমান্তরালভাবে পারফর্ম করার চেষ্টা করছি। কখনও কখনও এটা খেলোয়াড়দের জন্যও কঠিন।”
তবে প্রথম লেগে বড় জয় পেলেও দল ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এমনটা মানতে নারাজ ইউনাইটেড কোচ।
“তাদের এখন দ্বিতীয় লেগ নিয়ে ভাবতে হবে। বিশেষ করে প্রথম ২০ মিনিট আমাদের যেমন খেলতে হয়েছিল, সেটাই মাথায় রাখতে হবে। খেলার চিত্র যেকোনো সময় পাল্টে যেতে পারে।”
আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে বিলবাওয়ের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।
মন্তব্য করুন: