অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড
২ মে ২০২৫

চোটের কারণে দলের বাইরে আছে একগাদা পেসার। এমন অবস্থায় তুলনামূলক অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
চোট কাটিয়ে শুক্রবার ১৩ সদস্যের ঘোষণা করা দলে ফিরেছেন অধিনায়ক বেন স্টোকস। তবে বোলিংয়ের জন্য এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি।
চোটের কারণে দলের মূল পেসার ক্রিস ওকস (গোড়ালি) ও মার্ক উড (হাঁটু) এই ম্যাচের জন্য বিবেচিত হননি। অন্যদিকে চোটে আছেন আরও দুই পেসার ব্রাইডন কার্স ও অলি স্টোন। লাল বলের ক্রিকেটের জন্য এখনও ফিট হয়ে ওঠেননি গতিতারকা জোফ্রা আর্চার।
এমন অবস্থায় দলে ডাক পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১৮ উইকেট শিকার করা পেসার স্যাম কুক। এছাড়াও দুই বছর পর দলে ফিরেছেন আরেক পেসার জশ টাং। তাদের সঙ্গী হিসেবে স্কোয়াডে বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন ১১ টেস্ট খেলা গাস অ্যাটকিনসন এবং ১০ টেস্ট খেলা ম্যাথিউ পটস।
২০০৩ সালের পর এবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে। আগামী ২২ মে নটিংহ্যামে শুরু হবে একমাত্র টেস্টটি। এই ম্যাচ দিয়ে চলতি মৌসুমে প্রথম সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামবে ইংলিশরা।
গত মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৩ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারে ক্রেইগ আরভিনের দল।
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ড টেস্ট দল:
বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেইমি স্মিথ, জশ টং।
মন্তব্য করুন: