...তামিমের বিশ্বকাপ দলে না থাকা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু
তামিম ইকবালের তো অনেকদিন ধরেই ইনজুরি নিয়ে চিন্তা আছে। নিউজিল্যান্ড সিরিজের পর...সব কিছু বিবেচনা করেই, সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া ▷ ২৬ সেপ্টেম্বর ২০২৩ মন্তব্য করুন: আরো পড়ুন হাসান অনেক ভালো সমর্থন দিয়েছে, তানজিমও অনেক ভালো সাপোর্ট দিয়েছে, তাইজুল ভাইও। আমি অবশ্যই এই তিনজনকে ধন্যবাদ দিতে চাই ▷ সত্যি বলতে, আমি খুব বেশি খুশি নই, যদি আপনি দুই ম্যাচের কথা বলেন। আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, সিরিজটা আমাদের জেতা উচিত ছিল ▷ আজকের ম্যাচ নিয়ে যদি জিজ্ঞেস করেন পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি। সত্যি কথা। কারণ সকালে ওই আউটেই পুরো খেলা নষ্ট হয়েছে ▷ আমার মনে হয় যে, আমরা এর থেকে ভালো ক্রিকেট খেলার মতো দল। এই জন্যই হতাশ। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে জিনিসটা এরকম না ▷
মন্তব্য করুন: