ম্যাচ শেষ করে আসতে না পারার আক্ষেপ হ্যারি ব্রুকের কণ্ঠে।
আমি আর রুট যদি উইকেটে থাকতাম, ম্যাচটা ওখানেই শেষ হয়ে যেত। দুর্ভাগ্যবশত, সেটা হলো না। এখন মনে হচ্ছে, ওই শটটা না খেললেই হতো ▷ ৫ আগস্ট ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন আজ সকালে ঘুম থেকে উঠার পর আমি নিজেকে বলেছিলাম, আমি ম্যাচের ভাগ্য বদলাবো। আমি গুগল থেকে ‘বিলিভ’ লেখা একটা ছবি ডাউনলোড করে আমার ফোনের ওয়ালপেপারে রেখেছিলাম ▷ ড্রে রাসের (আন্দ্রে রাসেল) এই ব্যাটটি আমি প্রায় এক বছর ধরে বয়ে বেড়াচ্ছি। আজকে মনে হলো, এই ব্যাট ব্যবহারের সেরা সময় এখনই ▷ অভিনন্দন জো রুট। তালিকায় এখন দ্বিতীয়। সামনে কেবল একজনই (টেন্ডুলকার)।… গত চার-পাঁচ বছরে তার ক্যারিয়ার যেভাবে এগিয়েছে, এটিও না পারার একদমই কোনো কারণ নেই ▷ ভালো ক্রিকেট খেললেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। স্মার্ট ক্রিকেট খেললে অনেক কিছুই সম্ভব ▷
মন্তব্য করুন: