সাবেকদের টুর্নামেন্টের সেমিতেও পাকিস্তানের সঙ্গে খেলল না ভারত
৩১ জুলাই ২০২৫

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) সেমি-ফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। ফলে সরাসরি টুর্নামেন্টের ফাইনালে খেলবে মোহাম্মদ হাফিজ-শোয়েব মালিকরা।
বৃহস্পতিবার বার্মিংহ্যামে আসরের প্রথম সেমি-ফাইনালে খেলার কথা ছিল ভারত ও পাকিস্তানের। তবে ম্যাচের আগের দিন বুধবার এক বিবৃতি ম্যাচটি বাতিলের কথা জানায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
এর আগে প্রতিবেশী দেশটির সঙ্গে রাজনৈতিক বৈরিতার জেরে গত ২০ জুলাই লিগ পর্বের ম্যাচটিও খেলতে অস্বীকৃতি জানায় ভারত। সে ম্যাচে দু’দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়।
৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে সেমি-ফাইনালে ওঠে পাকিস্তান। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে ছয় দলের টুর্নামেন্টে চতুর্থ হয়ে শেষ চারে জায়গা করে নেয় ভারত।
যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হারভজন সিং, ইউসুফ পাঠান, ও রবিন উথাপ্পার মতো সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে ভারত দল।
অন্যদিকে পাকিস্তান দলে আছেন মালিক, হাফিজ, কামরান আকমল, ইমাদ ওয়াসিম, সোহেল তানভীরের মতো সাবেক তারকারা।
বৈরি রাজনৈতিক সম্পর্কের কারণে এক যুগেরও বেশি সময় ধরে পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজে খেলে না ভারত। অবশ্য আইসিসি ও এসিসির টুর্নামেন্টে নিয়মিতই মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। আসন্ন এশিয়া কাপেও একই গ্রুপে আছে তারা।
গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়। হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করে মে মাসের শুরুর দিকে দেশটিতে হামলা চালায় ভারত। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। পরবর্তীতে দেশ দুটি অস্ত্রবিরতিতে রাজি হলে সীমান্তে উত্তেজনা বন্ধ হয়।
মন্তব্য করুন: