ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু পাকিস্তানের

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু পাকিস্তানের

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর এবার পাকিস্তানের কাছেও হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সাইম আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে ১৪ রানের জয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে সালমান আলী আগার দল।

ফ্লোরিডায় বাংলাদেশ সময় শুক্রবার সকালে সিরিজের প্রথম ম্যাচে উইকেটে ১৭৮ রান তোলে পাকিস্তান। উইকেটে ১৬৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

ঘরের মাঠে টি-টুয়েন্টিতে এটি তাদের টানা নবম পরাজয়। আর এই ফরম্যাটে মাঠে গড়ানো সবশেষ ২০ ম্যাচে ক্যারিবিয়ানদের এটি ১৭তম হার। তাদের সবশেষ জয়টি আসে গত জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে।

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ২৬ রানে হারায় ওপেনার সাহিবজাদা ফারহানের উইকেট। তবে দ্বিতীয় উইকেটে সাইম ফখর জামানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। গত মাসে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি সিরিজে ব্যাট হাতে ব্যর্থ সাইম ফিফটি তুলে নেন ৩৪ বলে। ৫৭ রান করা বাঁহাতি এই ব্যাটারের বিদায়ে ভাঙে ৮১ রানের জুটিটি।

এরপরই সফরকারীদের রানে লাগাম টেনে ধরেন বোলাররা। সঙ্গীর বিদায়ের পর দ্রুত ফেরেন ফখরও (২৮) তবে হাসান নাওয়াজ ফাহিম আশরাফের ব্যাটে শেষ ৩১ বলে দলের খাতায় ৫৮ রান যুক্ত হলে লড়াই করার মতো সংগ্রহ পায় পাকিস্তান।

রান তাড়ায় ম্যাচের মূল পার্থক্য গড়ে দেন স্পিনাররা। জনসন চার্লস অভিষিক্ত জুয়েল অ্যান্ড্রুর ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ৭২ রানের উদ্বোধনী জুটি ভাঙতেই ধসে পড়ে তাদের ব্যাটিং লাইন-আপ। আইয়ুব মোহাম্মদ নাওয়াজের ঘূর্ণিতে পরের ২০ রান তুলতেই আরও উইকেট হারায় স্বাগতিকরা।

১৭ ওভার শেষে তাদের জয়ের জন্য দরকার ছিল ৬৫ রান, হাতে ছিল উইকেট। ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে গেলেও জেসন হোল্ডার শামার জোসেফের তাণ্ডবে ক্ষীণ আশা জেগেছিল তাদের। শেষ ওভারে এই দুই ব্যাটার ছক্কায় দলের খাতায় যোগ করেন ৫০ রান।

ম্যাচসেরা সাইমের শিকার উইকেট, নাওয়াজ নেন ৩টি।

একই ভেন্যুতে বাংলাদেশ সময় আগামী রোববার সকাল ৬টায় সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add