৩ দিনেই জিম্বাবুয়েকে হারাল নিউ জিল্যান্ড

৩ দিনেই জিম্বাবুয়েকে হারাল নিউ জিল্যান্ড

ম্যাট হেনরির আগুন ঝরানো বোলিংয়ে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়েকে তিন দিনেই হারিয়েছে নিউ জিল্যান্ড। ৯ উইকেটের জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল কিউইরা।

শুক্রবার বুলাওয়েয়োতে তৃতীয় দিন জিম্বাবুয়ের ইনিংস হার এড়ান তাফাদজা সিগা ও ব্লেসিং মুজারাবানি। নবম উইকেটে এই দুই ব্যাটারের ৪৬ রানের জুটিতে ৭ রানের লিড পায় স্বাগতিকরা।

চা বিরতির পর রান তাড়ায় প্রথম ওভারে ডেভন কনওয়ের উইকেট হারানোর পর তৃতীয় ওভারে লক্ষ্যে পৌঁছায় নিউ জিল্যান্ড।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাট হেনরির পেস তোপে প্রথম ইনিংসে ১৪৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ষষ্ঠ উইকেটে অধিনায়ক ক্রেইগ আরভিন ও সিগা শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও ৫৪ রানের এই জুটি ভাঙার পর তা আর স্থায়ী হয়নি। ২৬ রানে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা।

সর্বোচ্চ ৩৯ রান করেন আরভিন। ৩৯ রানে ৬ উইকেট নেন হেনরি।

জবাবে উইল ইয়ং ও কনওয়ের ব্যাটে শুরুটা দুর্দান্ত হয় নিউ জিল্যান্ডের। উদ্বোধনী জুটি থেকে যোগ হয় ৯২ রান। এরপর হেনরি নিকোলসের সঙ্গে ৬৬ রানের আরেকটি জুটি বাঁধেন কনওয়ে। ৩৪ রান করা নিকোলস ফিরতেই দ্রুত আরও ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। তবে ড্যারিল মিচেলের ৮০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩০৭ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

১৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ৫৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে এবারও বিপর্যয়ে পড়ে। তবে শন উইলিয়ামসের ৪৯ রানে সেই চাপ কাটলেও পরের ব্যাটাররা তা আর প্রতিরোধ গড়তে পারেননি। ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সিগার ২৭ ও মুজারাবানির ১৯ রানে সেই শঙ্কা কাটিয়ে ১৬৫ রানে অলআউট হয় দলটি। 

দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হেনরি।

একই মাঠে আগামী বৃহস্পতিবার সিরিজের শেষ টেস্ট শুরু হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add