নায়ারের ফিফটিতে বিপর্যয় সামাল দিচ্ছে ভারত

নায়ারের ফিফটিতে বিপর্যয় সামাল দিচ্ছে ভারত

ইংল্যান্ডের পেস তোপ সামলে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ভারতের হয়ে একাই লড়াই চালালেন করুণ নায়ার। অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেটের পতন হলেও নিজের উইকেট আগলে রেখে প্রায় নয় বছর পর জাতীয় দলের জার্সিতে টেস্ট ক্রিকেটে পঞ্চাশের দেখা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। তার ব্যাটে দিনের খেলা শেষে বিপর্যয় কাটিয়ে উঠেছে সফরকারীরা।

বৃহস্পতিবার ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মেঘলাচ্ছন্ন আকাশের নিচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২০৪ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। বৃষ্টির কারণে কয়েক দফা বন্ধ ছিল খেলা। ৫২ রান নিয়ে নায়ার ও ১৯ রান নিয়ে ওয়াশিংটন সুন্দর ক্রিজে আছেন।

একাদশে চার পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত। তবে শুরুটা একদমই ভালো হয়নি তাদের। গাস অ্যাটকিনসনের করা চতুর্থ ওভারের প্রথম বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন যশস্বী জয়সোয়াল (২)। আরেক ওপেনার লোকেশ রাহুল শুরু পেলেও তা ধরে রাখতে পারেননি। ১৪ রান করা ডানহাতি এই ব্যাটারকে বোল্ড করেন ক্রিস ওকস।

দারুণ খেলতে থাকা শুভমান গিল নিজের ভুলে রানআউটে কাটা পড়েন ব্যক্তিগত ২১ রানে। অ্যাটকিনসনের করা ডেলিভারিটি অফ সাইডে ঠেলে দিয়ে সিঙ্গেল নেওয়ার জন্য এগিয়ে যান ভারত অধিনায়ক। কিন্তু ফিরতি বলটি তুলে নিয়ে সোজা স্টাম্পে মারেন অ্যাটকিনসন। উইকেট বাঁচানোর চেষ্টা করলেও ক্রিজ থেকে বের দূরেই থাকেন গিল।

৮৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন সাই সুদর্শন ও নায়ার। তবে বৃষ্টি বাধা শেষে চা বিরতির পর খেলা শুরু হতেই সুদর্শনকে (৩৮) ফেরান জশ টাং। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো রবীন্দ্র জাদেজাকেও (৯) দ্রুত তুলে নেন ডানহাতি এই পেসার।

সিরিজে প্রথমবারের মতো মূল একাদশের হয়ে খেলতে নামা ধ্রুব জুরেল ফেরেন ১৯ রান করে। দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ৮৯ বলে ফিফটি পূর্ণ করেন নায়ার। ২০১৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রানের অপরাজিত ইনিংসের পর এটি তার প্রথম ফিফটি। মাঝে অবশ্য সাত বছর জাতীয় দলের বাইরে ছিলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।

সপ্তম উইকেটে এখন পর্যন্ত সুন্দরের সঙ্গে ৫১ রানের জুটি গড়েছেন নায়ার। ভারতের ইনিংসে এখন পর্যন্ত এটি একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add