আবু ধাবিতে এশিয়া কাপের প্রথম ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ

আবু ধাবিতে এশিয়া কাপের প্রথম ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে গ্রুপপর্বের তিনটি ম্যাচই আবু ধাবিতে খেলবে বাংলাদেশ। লিটন দাসের দলের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

শনিবার এক বিবৃতিতে টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে যাওয়া এবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের ভেন্যু ও ম্যাচ শুরুর সময় প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এর আগে গত শনিবার এক বিবৃতিতে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের আসরের ম্যাচগুলো। একটি ছাড়া সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের অভিযান শুরু করবে লিটনের দল। ১৩ তারিখ তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে লিটন-মুস্তাফিজরা।

দুই চিরপ্রতিদ্বন্দী ভারত-পাকিস্তানের লড়াইটি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী হিসেবে আছে স্বাগতিক আরব আমিরাত ও ওমান।

৯ সেপ্টেম্বর আবু ধাবিতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। ২৮ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সুপার ফোরে। সেখানে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এখান থেকে সেরা দুটি খেলবে দুবাইয়ের ফাইনালে।

ফাইনালসহ টুর্নামেন্টের ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। অন্যদিকে সুপার ফোরের একটিসহ আবু ধাবিতে মোট ম্যাচ হবে ৮টি।

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের সূচি:

তারিখ ও বার

প্রতিপক্ষ

বাংলাদেশ সময়

ভেন্যু

১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার

হংকং

রাত ৮টা

আবু ধাবি

১৩ সেপ্টেম্বর, শনিবার

শ্রীলঙ্কা

রাত ৮টা

আবু ধাবি

১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার

আফগানিস্তান

রাত ৮টা

আবু ধাবি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add