উইন্ডিজকে ৫-০ ব্যবধানে হারানোর বিষয়টি আশাও করেননি অস্ট্রেলিয়া অধিনায়ক
২৯ জুলাই ২০২৫

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেটের জয়ে টেস্টের পর এই ফরম্যাটেও স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। ম্যাচ শেষে অজি অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, সিরিজের সবকটি ম্যাচ জেতার বিষয়টি তিনি ভাবতে পারেননি।
সেন্ট কিটসে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শেষ হওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ ওভার আগেই পৌঁছে যায় অস্ট্রেলিয়া। টি-টুয়েন্টি ইতিহাসে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে হওয়া সিরিজে দ্বিতীয় দল হিসেবে প্রতিপক্ষকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করল তারা।
আগের চার ম্যাচের মতো এদিনও টস জেতেন মার্শ। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজের সবকটিতে টস জিতেছিলেন প্যাট কামিন্স।
অন্যদিকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পর টি-টুয়েন্টিতেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া দেশে ফিরছে ৮-০ ব্যবধানে জয়ের রেকর্ড নিয়ে। দেশটির ইতিহাসে কোনো এক সফরে ম্যাচ না হেরে বা ড্র না করে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এটি। এর আগে ২০০৫ সালে নিউ জিল্যান্ড সফরে ৮ ম্যাচ জিতেছিল তারা। কিন্তু সেবার একটি ম্যাচ ড্র হয়েছিল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ৫ ওভারের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ উইকেটে শারফেইন রাদারফোর্ডকে (৩৫) নিয়ে ৩২ এবং পঞ্চম উইকেটে জেসন হোল্ডারকে (২০) নিয়ে ৪৭ রানের জুটি গড়ে দলকে লড়াই করার মতো ভিত গড়ে দেন শিমরন হেটমায়ার। প্রায় দুই বছর পর জাতীয় দলের জার্সিতে ফিফটি হাঁকিয়ে ৫২ রান করা বাঁহাতি এই ব্যাটারকে ফেরান বেন ডোয়ার্শিস। এরপর কমে আসে ক্যারিবিয়ানদের রানের ২ বল আগে অলআউট হয় তারা। ডোয়ার্শিসের শিকার ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম তিন ওভারে সাজঘরের পথ দেখেন গ্লেন ম্যাক্সওয়েল (০), জশ ইংলিস (১০) ও মার্শ (১৪)। তবে টিম ডেভিডের ১২ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে সেই ধাক্কা কাটিয়ে ওঠে তারা। কিন্তু পাওয়ারপ্লেতে ৬৭ রান তুলতে সফরকারীরা হারায় ৪ উইকেট।
এরপর সিরিজ সেরা ক্যামেরন গ্রিনের ৩২ ও মিচেল ওয়েনের ৩৭ রানের সুবাদে জয়ের ভিত পায় অস্ট্রেলিয়া। শেষ দিকে অ্যারন হার্ডির অপরাজিত ২৮ রানের ইনিংসে জয় তুলে নেয় তারা।
ম্যাচ শেষে উচ্ছ্বিসত মার্শ বলেন, “সিরিজের আগে ভাবতেও পারিনি ৫-০ হবে। তবে আমরা সিরিজজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছি। চতুর্থ ম্যাচের পর দল হিসেবে আমরা এটা আলোচনা করেছি যে, অস্ট্রেলিয়ার কোনো দল আগে সব ম্যাচ জয়ের কীর্তি গড়তে পারেনি।”
মন্তব্য করুন: