এখনও অবিক্রীত ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
১৪ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের লড়াইয়ের আগে এবার ব্যতিক্রম এক দৃশ্য দেখা যাচ্ছে। ম্যাচের দিন সকালেও অসংখ্য টিকিট অবিক্রীত রয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। এমন ঘটনা দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের ম্যাচের ক্ষেত্রে দেখা যায় না বললেই চলে।
বৈরি রাজনৈতিক সম্পর্কের কারণে ২০১৩ সালের পর থেকে বৈশ্বিক আসরগুলো ছাড়া দ্বিপাক্ষিক কোনো সিরিজে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের লড়াই দেখার জন্য দর্শকরাও ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। বেশিরভাগ সময় ম্যাচের টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা বিক্রিও হয়ে যায়।
রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
এদিন প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ম্যাচ শুরুর ৮ ঘণ্টারও কম সময় আগে টুর্নামেন্টের অফিশিয়াল টিকিটিং ওয়েবসাইটে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তিনটি গ্যালারি ও একটি হসপিটালিটি সেকশনের টিকিট বিক্রি হচ্ছিল।
প্রিমিয়াম স্ট্যান্ডের ২০৫ ডলার মূল্যের টিকিট এবং পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়নের ২৪৫ ডলার মূল্যের টিকিট তখনও অনেক পাওয়া যাচ্ছিল। হসপিটালিটি সেকশনের কিছু আসনও খালি ছিল, যেগুলোর প্রতিটির দাম ১ হাজার ৬৪৫ ডলার।
আল জাজিরার তরফ থেকে এসিসির সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, ম্যাচ শুরু না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক টিকিট বিক্রির পরিসংখ্যান প্রকাশ করা হবে না এবং এর আগে কোনো মন্তব্য করা হবে না। সংবাদমাধ্যমটিকে স্থানীয় দর্শকরা জানান, অতিরিক্ত গরমের কারণে এবার এই ম্যাচ নিয়ে তাদের মধ্যে আগ্রহ কম।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর কাছাকাছি সময়ে তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা থাকবে ৫০ শতাংশের কাছাকাছি।
তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের কারণে এবার এমনটা হতে পারে। গত মে মাসে দুই দেশের সীমান্তে টানা চার দিনের সংঘর্ষ হয়।
আল জাজিরাকে ভারতের ক্রিকেট লেখক কুলদীপ লাল বলেন, “কিছু ভক্ত ইচ্ছাকৃতভাবে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে তারা প্রতিবেশী দেশের বিরুদ্ধে চলমান বাজে সম্পর্কের মধ্যেও ম্যাচ আয়োজনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে চান।”
যদিও সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেট ম্যাচে খালি স্টেডিয়াম নতুন কিছু নয়। তবে পৃথিবীর যেকোনো প্রান্তে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকে। অনেক সময় ভক্তদের কালোবাজার বা রিসেলিং প্ল্যাটফর্ম থেকে অতিরিক্ত অর্থ দিয়ে হলেও টিকিট সংগ্রহ করতে দেখা যায়।















মন্তব্য করুন: