ভারতের স্পিনে দিশেহারা হয়ে ১২৭ রানে থামল পাকিস্তান
১৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে একটা সময় একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ৪ ছক্কায় লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে তারা।
রোববার দুবাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৭ রানে তোলে সালমান আলী আগার দল। ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ রানের অপরাজিত থাকেন শাহিন।
ভারতের চার স্পিনার মিলে ১৩ ওভারে ৬৫ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট। ১৮ রানে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। অক্ষর প্যাটেলের শিকার দুটি, বরুণ চক্রবর্তী নেন এক উইকেট।
ব্যাট হাতে শুরুটা একদমই ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ওভারের প্রথম বলটি ওয়াইড দেন হার্দিক পান্ডিয়া। পরের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন সাইম আইয়ুব। টানা দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই আউট বলেন বাঁহাতি এই ওপেনার। যশপ্রীত বুমরাহর করা পরের ওভারে সাজঘরের পথ দেখেন গত ম্যাচে ফিফটি হাঁকানো মোহাম্মদ হারিস (৩)।
তৃতীয় উইকেটে ফখর জামানকে নিয়ে দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন সাহিবজাদা ফারহান। কিন্তু ফখরকে (১৭) ফিরিয়ে ৩৯ রানের এই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। নিজের পরের ওভারে ধুঁকতে পাকিস্তান অধিনায়ক সালমানকেও (৩) তুলে নেন এই বাঁহাতি স্পিনার।
১৩তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন কুলদীপ যাদব। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা ওপেনার ফারহানকেও তুলে নেন এই রিস্ট স্পিনার। ইনিংস সেরা ৪৪ বলে ৪০ রান করে ফেরেন ফারহান।
এরপর ক্রিজে এসে দুটি ছক্কা হাঁকিয়ে দলকে একশর কাছাকাছি নিয়ে যান শাহিন। এরপর ৬ বলে ১০ রান করে ফেরেন সুফিয়ান মুকিম। হার্দিকের করা শেষ ওভারে ২০ রান নিয়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন শাহিন।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: