আমুরির ওপর আস্থা রাখছেন ম্যান ইউ খেলোয়াড়রা
২৯ জুলাই ২০২৫

গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৫তম অবস্থানে থেকে মৌসুম শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি ছিল দলটির সবচেয়ে বাজে অবস্থান। তবে দলের পারফরম্যান্স যতই হতাশাজনক হোক না কেন, কোচ রুবেন আমুরির ওপর খেলোয়াড়দের এখনও আস্থা আছে বলে জানিয়েছেন মিডফিল্ডার মানুয়েল উগার্তে।
গত বছর নভেম্বরে দায়িত্ব নেওয়া আমুরির অধীনে ২৭ ম্যাচে লিগে মাত্র ৭টিতে জয় পায় ইউনাইটেড। ইউরোপা লিগের ফাইনালে টটনাম হটস্পারের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও হাতছাড়া করে তারা। ফলে নতুন মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোর বাইরেই থাকতে হবে ইংলিশ ফুটবলের অন্যতম সফল দলটিকে।
ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উরুগুয়ের মিডফিল্ডার উগার্তে বলেন, “আমাদের অনেক কিছুই উন্নত করতে হবে। আমরা সবাই খুব উজ্জিবিত, কারণ আমরা আমাদের কোচের ওপর বিশ্বাস করি, তার পরিকল্পনায় আস্থা আছে আমাদের। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আমুরির অধীনে স্পোর্তিং লিসবনে খেলা এই ফুটবলার আরও বলেন, “গত বছর বেশ কিছু পরিবর্তন হয়েছে – কোচ বদলেছে, ফরমেশন বদলেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের হয়ে খেললে দায়িত্ববোধ থাকতে হয়। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতেও সময় লাগে। আমি ইতিমধ্যেই এই লিগ সম্পর্কে জানি, প্রতিপক্ষদের চিনি, যেটা গুরুত্বপূর্ণ।”
যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আগামী বুধবার বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে আমুরির দল। এরপর রোববার তারা এভারটনের মুখোমুখি হবে। সেখান থেকে ফিরে ৯ আগস্ট ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে খেলবে ইউনাইটেড।
১৭ জুন আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে তারা।
মন্তব্য করুন: