দুইশর বেশি করেও পারছে না উইন্ডিজ, ৪-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
২৭ জুলাই ২০২৫

দুইশর বেশি সংগ্রহ গড়েও আবারও টি-টুয়েন্টিতে হারল ওয়েস্ট ইন্ডিজ। গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
সেন্ট কিটসে বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ৪ বল আগে পৌছে যায় অস্ট্রেলিয়া। আগের ম্যাচেও ২১৪ রান করে হেরেছিল স্বাগতিকরা।
টানা চতুর্থ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানদের কোনো ব্যাটারই ফিফটির দেখা পাননি। টি-টুয়েন্টি ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে কোনো ব্যাটারের ৩৪ রানের বেশি করা ছাড়াই দুইশ রান করে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২০৫ রান। সর্বোচ্চ ৩১ রান করেন চার নম্বরে নামা শারফেইন রাদারফোর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করে করেন রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড।
জবাবে দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগে অধিনায়ক মার্শের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ম্যাক্সওয়েলের ১৮ বলে ৪৭, ইংলিসের ৩০ বলে ৫১ এবং গ্রিনের ৩৫ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংসে জয় পেতে অসুবিধা হয়নি সফরকারীদের। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকানো টিম ডেভিডের জায়গায় একাদশে আসা অ্যারন হার্ডি করেন ১৬ বলে ২৩ রান। এছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকালে একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশড করেছিল অজিরা।
মন্তব্য করুন: