ইনিংস ব্যবধানে জয় দেখছে বাংলাদেশ
১৩ নভেম্বর ২০২৫
মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির ওপর ভর করে তিনশ রানের লিড পাওয়ার পর আয়ারল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার সিলেটে সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিন শেষে এখনও ২১৫ রানে পিছিয়ে আছে আইরিশরা। আর ইনিংস ব্যবধানে জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৫ উইকেট।
দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। এর আগে নিজেদের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে ৮ উইকেটে ৫৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
এছাড়া দেশের মাটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ৬ উইকেটে ৫৬০ রান।
১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ওভারেই হারায় মাহমুদুল হাসান জয়কে। দেশের ওপেনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৭১ রান করা এই ব্যাটারকে কট বিহাইন্ড করান ব্যারি ম্যাকার্থি। ভাঙে দ্বিতীয় উইকেটে ১৭৩ রানের জুটি। নিজের পরের ওভারে ৮২ রান করা মুমিনুল হককেও তুলে নেন ডানহাতি এই পেসার।
৮ রানের মধ্যে দুই সেট ব্যাটারকে হারানোর পর মুশফিকুর রহিমকে নিয়ে জুটি বাধেন শান্ত। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৫৩ বলে ৯ চারে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম চার ব্যাটারই কোনো ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললো, যা দেশের টেস্ট ইতিহাসে প্রথম।
বিরতির কিছুক্ষণ আগে মুশফিককে (২৩) তুলে নিয়ে ৭৯ রানের জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার ম্যাথিউ হাম্ফ্রিস। তবে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন শান্ত ও লিটন দাস। ৫৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ক্যারিয়ারের ১৯তম ফিফটি তুলে নেন লিটন। তবে আগ্রাসী হতে গিয়ে ইনিংস বড় করতে পারেননি তিনি। ম্যাথিউ হাম্ফ্রিসকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন ৬০ রান করা এই উইকেটকিপার-ব্যাটার। তার বিদায়ে ভাঙে পঞ্চম উইকেটে ৯৮ রানের জুটি।
সঙ্গীর বিদায়ের পর ১১২ বলে ১৪ চারে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন শান্ত। চলতি বছর টেস্টে বাংলাদেশ অধিনায়কের এটি তৃতীয় শতক। তবে এক বল পরেই এলবিডাব্লিউর ফাঁদে পড়ে ১০০ রানে সাজঘরের পথ দেখেন বাঁহাতি এই ব্যাটার।
খানিকবাদে হাম্ফ্রিসকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন মেহেদী হাসান মিরাজ (১৭)। চা বিরতির পর নাহিদ রানা চার মেরে দলের লিড তিনশ পার করালে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান্ত। ১৭০ রান দিয়ে ৫ উইকেট নেন হাম্ফ্রিস।
৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা আইরিশদের শুরুটা ভালো হয়নি। চতুর্থ ওভারে ক্যাড কারমাইকেলকে (৫) বোল্ড করেন নাহিদ। পল স্টার্লিং ও হ্যারি টেক্টরের ব্যাটে দারুণ লড়াই করছিল সফরকারীরা। কিন্তু তাইজুল ইসলামের ওভারে প্রথম স্লিপ থেকে শান্তর দুর্দান্ত থ্রোতে স্টার্লিং (৪৩) রানআউট হলে থামে ৪৭ রানের এই জুটি। এরপর স্পিনাদের নৈপুণ্যে ভেঙে পড়ে ব্যাটিং-অর্ডার। দিনের শেষ আট ওভারে ৩ উইকেট তুলে নেন তাইজুল ও হাসান মুরাদ।















মন্তব্য করুন: