শান্তর ফিফটিতে দেড়শ ছাড়াল বাংলাদেশের লিড
১৩ নভেম্বর ২০২৫
দিনের শুরুতেই দুই সেট ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হককে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে তা কাটিয়ে উঠেছে স্বাগতিকরা। ১৬১ রানে এগিয়ে থেকে মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেছে তারা, হাতে আছে ৬ উইকেট।
বৃহস্পতিবার সিলেটে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন ভোজের বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৪৭ রান। শান্ত ৬১ ও লিটন দাস ১৯ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
দিনের প্রথম সেশনে ২৬ ওভারে ১০৯ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ওভারেই হারায় জয়কে। ২৮৬ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১৭১ রান করা এই ওপেনারকে কট বিহাইন্ড করান ব্যারি ম্যাকার্থি। ভাঙেন দ্বিতীয় উইকেটে ১৭৩ রানের জুটি। নিজের পরের ওভারে ৮২ রান করা মুমিনুলকেও তুলে নেন ডানহাতি এই পেসার।
৮ রানের মধ্যে দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়া দলকে টেনে তুলতে মুশফিকুর রহিমকে নিয়ে জুটি বাধেন শান্ত। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৫৩ বলে ৯ চারে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। বিরতির কিছুক্ষণ আগে মুশফিককে (২৩) তুলে নিয়ে ৭৯ রানের জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার ম্যাথিউ হাম্ফ্রিস।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: