‘মেসির বার্সায় ফেরা অবাস্তব’

১৩ নভেম্বর ২০২৫

‘মেসির বার্সায় ফেরা অবাস্তব’

লিওনেল মেসির কাম্প নউ সফরের পর বার্সেলোনায় তার ফেরার সম্ভাবনাকে একেবারেইঅবাস্তববলে উড়িয়ে দিয়েছেন ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা। কাতালান ক্লাবটির পুনর্নির্মিত স্টেডিয়ামে আর্জেন্টাইন মহাতারকার হঠাৎ আগমন আলোচনার জন্ম দিলেও তিনি জানিয়েছেন, এই মুহূর্তে এমন কিছু ভাবা বাস্তবসম্মত নয়।

১৩ বছর বয়সে লা মাসিয়া একাডেমিতে যোগ দেওয়া মেসি বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। ক্লাবটিতে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেন তিনি। আর্থিক সমস্যার কারণে ক্লাবটি তার সঙ্গে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হলে দুই দশকের সম্পর্কের ইতি টেনে ২০২১ সালে বিনা ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ এই ফরোয়ার্ড।

বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে খেলছেন ৩৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই মহাতারকা। গত রোববার কাম্প নউয়ে আকস্মিকভাবে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মেসি লেখেন, “আশা করি একদিন ফিরতে পারব, শুধু খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, কারণ আমি সেই বিদায়টা কখনও নিতে পারিনি।

মেসির বার্সেলোনায় প্রত্যাবর্তনের প্রসঙ্গে বুধবার কাতালুনিয়া রেডিওকে লাপোর্তা বলেন, “মেসির প্রতি সম্মান জানিয়ে বলছি, এটা নিয়ে কোনো জল্পনা করা ঠিক হবে না। কারণ এটা বাস্তবসম্মত নয়। আর এই মুহূর্তে আলোচনা করারও সময় নয়।

বার্সেলোনায় গৌরবময় ক্যারিয়ারে ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ এবং ৩টি ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন মেসি।

পিএসজিতে দুই মৌসুম খেলে আটবারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবলার ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন। গত অক্টোবরে মেজর লিগ সকারের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ান।

তবে লাপোর্তা নিশ্চিত করেন, কাম্প নউয়ের পুনর্নির্মাণের কাজ শেষ হলে লাখ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে মেসির জন্য এক বিশাল সংবর্ধনার আয়োজন করা হবে।

সে এখন ইন্টার মিয়ামিতে খেলছে। সে জানে, এখানে সবাই তাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। সে পৃথিবীর সবচেয়ে বড় সম্মাননা পাওয়ার যোগ্য। লাখ হাজার দর্শকের সামনে কাম্প নউয়ে তার সম্মাননা আয়োজন করতে পারাটা দারুণ হবে।

মন্তব্য করুন: