ভ্যাকসিন না নেওয়ায় আর্জেন্টিনা দল থেকে বাদ আলভারেসসহ ৩ জন

১১ নভেম্বর ২০২৫

ভ্যাকসিন না নেওয়ায় আর্জেন্টিনা দল থেকে বাদ আলভারেসসহ ৩ জন

আর্জেন্টিনার বছরের শেষ ম্যাচে খেলতে পারবেন না আতলেতিকো মাদ্রিদের তিন ফুটবলার হুলিয়ান আলভারেস, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মোলিনার। ভ্যাকসিন না নেওয়ায় অ্যাঙ্গোলার বিপক্ষে আগামী শুক্রবারের প্রীতি ম্যাচের দল থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে।

আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বছরের শেষ প্রীতি ম্যাচটি খেলতে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু দেশে প্রবেশের পূর্বে ভ্রমণকারীদের মশাবাহিত রোগ ইয়োলো ফিভারের সংক্রমণ রোধের জন্য ভ্যাকসিন নিতে হয়।

কিন্তু আলভারেস, সিমিওনে ও মোলিনা সময় মতো এই কাজ সম্পন্ন করতে না পারায় সোমবার তাদেরকে বাদ দেওয়ার কথা জানায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন।

ডান হাঁটুর চোটে গত বৃহস্পতিবার ঘোষিত ২৪ সদস্যের দল থেকে আগেই ছিটকে গেছেন চেলসির মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।

দলে ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন মাক আলিস্তের ও লিসান্দ্রো মার্তিনেস এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। এদের মধ্যে অভিষেকের অপেক্ষায় আছেন কেভিন। তিনি মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরের ভাই।

মন্তব্য করুন: