আফগানিস্তানকে উড়িয়ে সেমির দ্বারপ্রান্তে বাংলাদেশ ‘এ’

১৮ নভেম্বর ২০২৫

আফগানিস্তানকে উড়িয়ে সেমির দ্বারপ্রান্তে বাংলাদেশ ‘এ’

রিপন মন্ডল ও রকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে একশ রানের ধারের কাছেও যেতে পারেনি আফগানিস্তান ‘এ দল। ছোট লক্ষ্য তাড়ায় ৮ উইকেটের জয়ে টি-টুয়েন্টির টুর্নামেন্ট এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ ‘এ দল।

সোমবার কাতারের দোহায় ‘এ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ৩৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় আকবর আলীর দল।

দুই ম্যাচের দুটিতেই বড় জয়ে ৪ দশমিক ০৭৯ নেট রানরেট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। এক জয়ে পরের অবস্থানে থাকা শ্রীলঙ্কার রানরেট ১ দশমিক ৩৪১। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

রিপনের পেস তোপে তৃতীয় ওভারের মধ্যেই তিন টপ-অর্ডারকে হারায় আফগানরা। সেই ধাক্কা পরে আর কাটিয়ে উঠতে পারেনি তারা। এরপর মেহেরব ও রকিবুলের ঘূর্ণিতে দিশেহারা হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভার ৪ বলে গুটিয়ে যায় তারা।

৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নেন ম্যাচসেরা রিপন। ৭ রান দিয়ে ৩ উইকেট নেন রকিবুল। ১৪ রানে মেহেরব নেন ২ উইকেট।

এএম গাজানফার, কাইস আহমেদ ও নানগেয়ালিয়া খারোটের মতো স্পিনারদের নিয়ে বোলিং আক্রমণ সাজানো আফগানদের বিপক্ষে লক্ষ্য তাড়ায় শুরুটা সাবধানী করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান ও জিশান আলম। পঞ্চম ওভারের প্রথম বলে সোহানকে (১০) ফিরিয়ে ১৯ রানের জুটি ভাঙেন গাজানফার। এক ওভার পর জিশানকেও (১০) তুলে নেন এই রহস্য স্পিনার।

এরপর জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৪ ওভারের ভেতর লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। জাওয়াদ ২৪ ও মাহিদুল ২৭ রানে অপরাজিত থাকেন।

মন্তব্য করুন: