টি-টুয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে সিরিজ খেলবে আফগানিস্তান-উইন্ডিজ
১১ নভেম্বর ২০২৫
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে টি-টুয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৯ জানুয়ারি শারজায় এই দ্বিপাক্ষিক সিরিজটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) জানায়, আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন ম্যাচের এই সিরিজটি খেলবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
সহ-আয়োজক হিসেবে সবশেষ ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ক্যারিবিয়ানরা টুর্নামেন্টের সুপার এইটে খেলেছিল। অন্যদিকে একই আসরের সেমি-ফাইনালে খেলেছিল আফগানরা।
এখন পর্যন্ত দু’দলের আটবারের মুখোমুখি দেখায় পাঁচটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
১৯, ২১ ও ২২ জানুয়ারি শারজায় সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
বর্তমানে নিউ জিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলছে ক্যারিবিয়ানরা। চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে তারা। অন্যদিকে গত মাসে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশড করে আফগানিস্তান।















মন্তব্য করুন: