কবে অবসর নেবেন – জানালেন রোনালদো

১২ নভেম্বর ২০২৫

কবে অবসর নেবেন – জানালেন রোনালদো

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে শিগগির অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার সেই সময়সীমাও স্পষ্ট করেছেন তিনি। পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, আগামী এক বা দুই বছরের মধ্যে তিনি বুটজোড়া তুলে রাখবেন।

ক্লাব দেশের হয়ে ৯৫০টিরও বেশি গোল করা রোনালদো ২০০২ সালে স্পোর্তিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরু করেন। সম্প্রতি যুক্তরাজ্যের সাংবাদিক মরগ্যান পিয়ার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিবারের সঙ্গে সময় কাটাতে দ্রুত অবসর নেবেন।

গত জুনে সৌদি ক্লাব আল-নাসেরের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন রোনালদো। মঙ্গলবার ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড সৌদি আয়োজিত এক পর্যটন বিনিয়োগ সম্মেলনে ভিডিও কলে নিজের অবসর প্রসঙ্গে বলেন, “শিগগির বলতে আমি ১০ বছর বুঝিয়েছিলামনা, মজা করলাম।

আমি এই মুহূর্তটা ভীষণ উপভোগ করছি। আপনারা জানেন, ফুটবলে যখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছান, তখন মাসগুলো দ্রুত গোনা শুরু করেন। আমি এখন দারুণ অনুভব করছি। গোল করছি, গতি ধার বজায় আছে। জাতীয় দলে খেলা এখনও উপভোগ করছি। তবে সত্যি বলতে, শিগগির বলতে আমি বুঝিয়েছি সম্ভবত আর এক-দুই বছর।

২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার দ্বারপ্রান্তে আছে পর্তুগাল। রোনালদো নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া সেই আসরই হবে তার ফুটবল জীবনের শেষ বিশ্ব আসর।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের মালিক এবং পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেন, নিশ্চয়ই, কারণ তখন আমার বয়স হবে ৪১।

আমি ফুটবলের জন্য সবকিছু দিয়েছি। গত ২৫ বছর ধরে খেলায় আছি, সব করেছি, ক্লাব জাতীয় দলে নানা রেকর্ড আছে। আমি সত্যিই গর্বিত। এখন শুধু এই মুহূর্তটা উপভোগ করতে চাই।

মন্তব্য করুন: