পাকিস্তান না ছাড়তে ক্রিকেটারদের কড়া বার্তা শ্রীলঙ্কা বোর্ডের
১৩ নভেম্বর ২০২৫
ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার পর নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চেয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বেশ কয়েকজন। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিজ দেশেরই ক্রিকেট বোর্ড (এসএলসি)। সফর শেষ না করে কেউ দেশে ফিরলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক পর্যালোচনার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
গত মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী এই বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। পাকিস্তান সফরে থাকা শ্রীলঙ্কা দল আছে এই শহরেই। দেশটির বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজও খেলবে তারা। যেখানে অপর প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, বুধবার গভীর রাত পর্যন্ত ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, এসএলসির কর্মকর্তা ও পাকিস্তানের নিরাপত্তাকর্মীদের মধ্যে আলোচনা হয়েছে। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের নিয়ে শ্রীলঙ্কা দলের হোটেলে গিয়ে খেলোয়াড়দের কড়া নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।
সিরিজের বাকি দুই ওয়ানডে একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবারের ম্যাচ হবে এখন শুক্রবারে এবং শনিবারের ম্যাচটি হবে রোববার।
ক্রিকেটারদের উৎকণ্ঠার পর এক বিবৃতিতে এসএলসি জানায়, গোটা দলের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং সিরিজ চালিয়ে যেতে বলা হয়েছে দলকে।
“এসএলসির নির্দেশনার পরও যদি কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের সদস্য দেশে ফিরে আসে, তাহলে তাদের পদক্ষেপ খতিয়ে দেখতে আনুষ্ঠানিক রিভিউ করা হবে এবং সেই রিভিউ শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
পাকিস্তানে ২০০৯ সালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা দল। লাহোর টেস্ট চলার সময় টিম হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার সময় বন্দুকধারীরা হামলা চালায় টিম বাসে। এই ঘটনায় দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি। পরে যে দলগুলোর সফর দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে, তাদের মধ্যে শ্রীলঙ্কাও ছিল।















মন্তব্য করুন: