জয়ের দেড়শ, বড় লিডের পথে বাংলাদেশ

১২ নভেম্বর ২০২৫

জয়ের দেড়শ, বড় লিডের পথে বাংলাদেশ

সাদমান ইসলামের সঙ্গে উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ার পর মুমিনুল হকের সঙ্গে আরেকটি দেড়শ ছাড়ানো জুটিতে বাংলাদেশকে বড় লিডের দিকে নিয়ে যাচ্ছেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের চেয়ে ৫২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা, হাতে আছে ৯ উইকেট।

বুধবার সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এর আগে দিনের শুরুতে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

ক্যারিয়ার সেরা ইনিংসে ১৬৯ রানে অপরাজিত আছেন জয়। ডানহাতি এই ব্যাটার তার ২৮৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৪ চার ও ৪ ছক্কায়। অপরপ্রান্তে মুমিনুল করেছেন ৮০ রান। দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার এখন পর্যন্ত যোগ করেছেন ১৭০ রান।

৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিনের খেলা শুরু করা আয়ারল্যান্ড টিকে মাত্র ১৪ বল। দ্বিতীয় ওভারে ম্যাথিউ হাম্ফ্রিসকে (০) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। পরের ওভারে ব্যারি ম্যাকার্থিকে (৩১) বোল্ড করে সফরকারীদের অলআউট করেন হাসান মাহমুদ।

ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত করেন জয় ও সাদমান। দুই ওপেনারই ফিফটি তুলে নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির আগে দলের খাতায় যোগ করেন ১০৯ রান। বিরতির পর তিন অঙ্ক ছোঁয়ার আগে কট বিহাইন্ড হয়ে ফিরতে হয় সাদমানকে। ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রান করা বাঁহাতি এই ব্যাটার সাজঘরে ফিরলে ভাঙে ১৬৮ রানের জুটি। এটি দেশের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

ওপেনিংয়ে সবশেষ দেড়শ ছোঁয়া জুটিটি এসেছিল ২০২২ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে। তামিমের সঙ্গে ১৬২ রানের জুটি বেধেছিলেন জয়।

সাড়ে তিন বছর পর টেস্টে শতকের দেখা পেলেন জয়চা বিরতির পর দ্বিতীয় ওভারেই চার মেরে ১৯০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি স্পর্শ করেন জয়। এর আগে ২০২২ সালে এপ্রিলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। অন্যদিকে ১৭ ইনিংস পর পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেই সেটিকে শতকে রূপ দিলেন এই ওপেনার। ২০২৩ সালের নভেম্বরে সবশেষ ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে করেছিলেন ৮৬ রান।

অপর প্রান্তে ক্যারিয়ারের ২৩তম ফিফটি তুলে নেন মুমিনুল। ছক্কা হাঁকিয়ে দেড়শ পূর্ণ করার পর জীবন পান জয়। স্লিপে তার ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন পল স্টার্লিং। এটি ছাড়া তেমন কোনো সুযোগ দেননি ব্যাটাররা।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: