পাকিস্তানি ক্রিকেটার নাসিমের বাড়িতে বন্দুক হামলা
১১ নভেম্বর ২০২৫
পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহর বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন পাকিস্তানের ওয়ানডে সিরিজের দলের সঙ্গে থাকবেন ডানহাতি এই ফাস্ট বোলার।
সোমবার ভোরে অজ্ঞাত হামলাকারীরা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নাসিমের বাড়ির দরজায় গুলি চালিয়ে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। সে সময় নাসিমের বাড়িতে কে ছিল তা জানা যায়নি।
পাকিস্তানের ডন পত্রিকার এক প্রতিবেদনে জানা গেছে, ঘটনার পর নাসিমের বাবা এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেন। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।
তবে এই ঘটনার কোনো প্রভাব পড়ছে না নাসিমের জাতীয় দলের দায়িত্ব পালনে। সোমবারের এক প্রবিবেদনে ক্রিকইনফো জানায়, নাসিম পাকিস্তান দলের সঙ্গে থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবেন। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজটি।
এরপর চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজও খেলবে পাকিস্তান। সেই দলেও আছেন নাসিম।
নাসিম ছাড়াও তার ছোট দুই ভাই হুনাইন ও উবাইদ পেশাদার ক্রিকেটার।















মন্তব্য করুন: