পেশাদারিত্বের কারণেই শততম টেস্টে মুশফিক: সিমন্স

১৮ নভেম্বর ২০২৫

পেশাদারিত্বের কারণেই শততম টেস্টে মুশফিক: সিমন্স

মুশফিকুর রহিমের পেশাদারিত্বে মুগ্ধ হওয়ার কথা আগের দিন শুনিয়েছিলেন আয়ারল্যান্ডের হেড কোচ। এবার নিজ দলের প্রধান কোচ ফিল সিমন্সের কণ্ঠেও ঝরল প্রশংসা। পেশাদারিত্বের কারণেই প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক শততম টেস্ট খেলার মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বলে মনে করছেন তিনি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামলেই ১০০ টেস্ট খেলা প্রথম বাংলাদেশি হয়ে যাবেন মুশফিক।

২০০৫ সালের ২৬ মে ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে হয়ে উঠেছেন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। সাদা পোশাকের ক্রিকেটে দেশের ইতিহাসের সর্বোচ্চ রান-সংগ্রাহকও তিনি। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে হাঁকিয়েছেন তিনটি দ্বিশতকও।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিকের এই মাইলফলক প্রসঙ্গে সিমন্স বলেন, “আসল রহস্য হলো পেশাদারিত্ব। আপনি নিজেকে কীভাবে পরিচালনা করেন, কীভাবে নিজের দক্ষতা উন্নত করেন এবং কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে কাজ করেন। যদি আপনি তার ক্যারিয়ারের দিকে তাকান, সে আন্তর্জাতিক ক্রিকেটে সফল, আর এটাই তাকে এত দিন ধরে খেলিয়ে যাচ্ছে।

তার মধ্যে এখনও সেই ইচ্ছা, সেই ক্ষুধা আছে, যা ১০০, ১৫০ টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যেই দেখা যায়। সে ক্রমাগত ভালো করতে চায়, এটাই সবচেয়ে বড় ব্যাপার।

সোমবারের সংবাদ সম্মেলনে আইরিশ কোচ হাইনরিখ মালান জানিয়েছিলেন, তার শিষ্যদের তিনি মুশফিকের কাছ থেকে পেশাদার মানসিকতার শিক্ষা নেওয়ার কথা বলবেন। 

এবার মুশফিককে নিয়ে সিমন্স বলেন, “আমাদের তার পেশাদারিত্ব, তার দীর্ঘমেয়াদি পথচলা এবং বাংলাদেশের হয়ে খেলার প্রতি আকাঙ্ক্ষা, এসবকে স্বীকার করতেই হবে। কারণ, ১০০ টেস্ট ম্যাচে পৌঁছানো সহজ নয়। বাংলাদেশ বছরে ১৫টি টেস্ট ম্যাচ খেলে না। তাই এই মাইলফলকে পৌঁছাতে তার অনেক সময় লেগেছে, এটা আমাদের উপলব্ধি করা উচিত।

তার সঙ্গে অল্প সময় কাজ করে বুঝতে পেরেছি তার পেশাদারিত্ব অনেক উঁচুমানের। আমি অত্যন্ত খুশি হব যখন আগামীকাল তার এই বিশেষ মুহূর্তটি আসবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add