পাকিস্তান ছেড়ে দেশে ফিরছেন শ্রীলঙ্কার ২ ক্রিকেটার
১৮ নভেম্বর ২০২৫
পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। অসুস্থতাজনিত কারণে দেশে ফিরছেন দলটির সাদা বলের অধিনায়ক চারিত আসালাঙ্কা ও পেসার আসিতা ফার্নান্দো।
সোমবার এক বিবৃতিতে এই দুই ক্রিকেটারের দেশে ফেরার কথা জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
“অধিনায়ক চারিত আসালাঙ্কা ও ফাস্ট বোলার আসিতা ফার্নান্দো অসুস্থতার কারণে দেশে ফিরবেন। এই দুই খেলোয়াড় পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না। এই সতকর্তামূলক পদক্ষেপের কারণে ভবিষ্যৎ দায়িত্বে ফেরার আগে তারা পর্যাপ্ত চিকিৎসা ও সময় পাবেন।”
আসালাঙ্কার অনুপস্থিতিতে ত্রিদেশীয় সিরিজটিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। অন্যদিকে বদলি হিসেবে স্পিন বোলিং অলরাউন্ডার পবন রত্নায়েকে দলে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি।
এর আগে একই ভেন্যুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশড হয় শ্রীলঙ্কা।
সেই সিরিজ চলাকালীন ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। সে সময় শহরটিতে অবস্থান করছিল শ্রীলঙ্কা দল। এরপর নিরাপত্তার কারণে নিজ দেশে ফিরতে চেয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বেশ কয়েকজন।
তবে এসএলসির তরফ থেকে দেশে না ফিরতে কড়া বার্তা দিয়ে জানানো হয়, কেউ নির্দেশ অমান্য করে দেশে ফিরে গেলে তার কর্মকাণ্ড মূল্যায়নে ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ চালানো হবে। অন্যদিকে পাকিস্তানের তরফ থেকে ক্রিকেটারদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।















মন্তব্য করুন: