ইয়ামালকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের শেষ ২ ম্যাচে স্পেন

১২ নভেম্বর ২০২৫

ইয়ামালকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের শেষ ২ ম্যাচে স্পেন

কুঁচকির সমস্যার চিকিৎসার কারণে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও লামিনে ইয়ামালকে পাচ্ছে না স্পেন। জাতীয় দলের চিকিৎসকদের না জানিয়ে তরুণ এই ফরোয়ার্ডের অস্ত্রোপচার করানোয় বার্সেলোনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

কুঁচকির চোটেই সম্প্রতি বার্সেলোনার পাঁচ ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। সমস্যাটি থেকে পুরোপুরি সারিয়ে তুলতে সোমবার তার রেডিওফ্রিকোয়েন্সি অস্ত্রোপচার করানো হয়।

মঙ্গলবার জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ দুটির জন্য ঘোষণা করা দল থেকে ইয়ামালকে বাদ দেওয়ার কথা জানায় আরএফইএফ। এর আগে কুঁচকির চোটের কারণে গত মাসেও জাতীয় দলের হয়ে দুটি ম্যাচে খেলতে পারেননি ১৮ বছর বয়সী এই ফুটবলার।

জাতীয় দলের মেডিকেল স্টাফকে আগে না জানিয়ে অস্ত্রোপচার করা হয়েছে। তারা বিষয়টি জানতে পেরেছে গত রাত ১০টা ৪০ মিনিটে পাওয়া একটি প্রতিবেদনের মাধ্যমে, যেখানে (ইয়ামালকে) ৭ থেকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

এই ঘটনায় স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বিস্ময় প্রকাশ করে স্পেনের এক রেডিওতে জানান, সাম্প্রতিক ঘটনাটি তার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

বিষয়টি হলো, এগুলো ফেডারেশনের বাইরেই ঘটে, এমনটাই হয়, আপনাকে সেটা মেনে নিতে হয়। আমি মনে করি না এটা খুব স্বাভাবিক কিছু।

 “অবশ্যই (বিস্মিত), অন্য সবার মতোই। আপনি কিছু জানেন না, কিছু শোনেননি, কোনো বিস্তারিতও জানা নেই। তারপর হঠাৎ জানানো হয়। আমি আবারও বলছি, এর সঙ্গে স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ও জড়িত, তাই বিস্মিত হওয়াটাই স্বাভাবিক।

স্পেনের হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলেছেন ইয়ামাল। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে তিনি ১১ ম্যাচ খেলে ছয়টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন।

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘ই গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। প্রতিপক্ষের জালে ১৫ গোল দিয়ে এখনও একটি গোলও হজম করেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় জর্জিয়ার মুখোমুখি হবে স্পেন। এরপর মঙ্গলবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ তুরস্ক।

মন্তব্য করুন: