ক্যাচ ছাড়ার দিনে আইরিশদের চেপে ধরতে পারল না বাংলাদেশ

১১ নভেম্বর ২০২৫

ক্যাচ ছাড়ার দিনে আইরিশদের চেপে ধরতে পারল না বাংলাদেশ

দিনের শুরুর আধা ঘণ্টায় তিনটি ক্যাচ ছেড়ে আয়ারল্যান্ডকে চেপে ধরার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ। মধ্যাহ্ন ভোজের বিরতির পর স্পিনারদের নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও আরও দুটি ক্যাচ মিসে তা আর হয়নি। ফিল্ডারদের ব্যর্থতায় পর বড় সংগ্রহ গড়তে লড়াই করে যাচ্ছে আইরিশরা।

মঙ্গলবার সিলেটে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০রান।

দিনের চতুর্থ বলেই অ্যান্ডি বালবির্নিকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে দলকে দারুণ শুরু এনে দেন হাসান মাহমুদ। নাহিদ রানার করা দিনের চতুর্থ ওভারের তৃতীয় বলে স্লিপে পল স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। হাসানের করা পরের ওভারে স্কয়ার লেগে ক্যাড কারমাইকেলের ক্যাচ নিতে ব্যর্থ হন তাইজুল ইসলাম। নাহিদের করা পরের ওভারে আবারও জীবন পান স্টার্লিং। এবার গালিতে তার ক্যাচ তালুবন্দি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ।

তিনটি জীবন পাওয়ার পর প্রথম সেশনের বাকিটা সময় বিপদ ছাড়াই পার করা স্টার্লিং ও কারমাইকেল দলের খাতায় যোগ করেন ৯৪ রান। এর মাঝে ৬১ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন দুটি জীবন পাওয়া স্টার্লিং। মধ্যাহ্ন ভোজের বিরতির পর তৃতীয় বলে ৬০ রান এই ওপেনারকে তুলে নিয়ে ৯৬ রানের জুটি ভাঙেন নাহিদ।

পরের ওভারেই হ্যারি টেক্টরকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। চতুর্থ উইকেটে কার্টিস ক্যাম্ফার ও অভিষিক্ত কারমাইকেলের ৫৩ রানের জুটিতে চাপ সামাল দেয় আইরিশরা। তবে এই জুটি ভেঙে স্বাগতিকদের আবার স্বস্তি এনে দেন মিরাজ। কিন্তু এতে বড় অবদান নাজমুল হোসেন শান্তর। ৫৯ রান করা কারমাইকেল মিরাজকে রিভার্স সুইপ করতে গেলে ব্যাটের কানায় লেগে বল লেগ স্লিপের দিকে চলে যায়। অফ সাইডের স্লিপে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক দৌড় দিয়ে লাফিয়ে দারুণ এক ক্যাচ নেন।

খানিকবাদে লরক্যান টাকারকে ফেরানোর সুযোগ এসেছিল বাংলাদেশের। কিন্তু অভিষিক্ত হাসান মুরাদের বলে স্লিপে ক্যাচ নিতে ব্যর্থ হন শান্ত।

চা বিরতির পর ক্যাম্ফারকে (৪৪) তুলে নিয়ে পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি ভেঙে নিজের প্রথম শিকার ধরেন মুরাদ। খানিকবাদে টাকারকে (৪‌১) স্টাম্পিং করান বাঁহাতি এই স্পিনার। এরপর তার ওভারে জর্ডান নিলের ক্যাচ ছাড়েন মুশফিকুর রহিম।

পরের ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে স্টাম্পিং করিয়ে সফরকারীদের দ্রুত অলআউট করানোর আশা জাগান মিরাজ। তবে ১ রানে জীবন পাওয়া নিল ও ব্যারি ম্যাকার্থির দিনের শেষ বল পর্যন্ত বড় সংগ্রহের জন্য লড়াই চালাতে থাকেন। কিন্তু তাইজুল ইসলামের করা দিনের শেষ বলে নিল (৩০) এলবিডাব্লিউর ফাঁদ পড়লে ভাঙে অষ্টম উইকেটে ৪৮ রানের জুটি। ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ম্যাকার্থি।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: