শেষ ওভারের নাটকীয়তায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা নিউ জিল্যান্ডের
২৭ জুলাই ২০২৫

জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৭ রান। হাতে ছিল ৬ উইকেট। ক্রিজে ছিলেন দলকে শিরোপার নাগালে নিয়ে আসা ডেওয়াল্ড ব্রেভিস। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেট তুলে নিয়ে নিউ জিল্যান্ডকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন ম্যাট হেনরি। ৩ রানের জয়ে ত্রিদেশীয় সিরিজের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে কিউইরা।
শনিবার জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ফাইনালে ৫ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় নিউ জিল্যান্ড। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৬ উইকেটে ১৭৭ রানে।
প্রোটিয়াদের হাতের মুঠো থেকে শিরোপা ছিনিয়ে আনার নায়ক হেনরি। ডানহাতি এই পেসারের শেষ ওভারের প্রথম বলে কোনো রান নিতে দেননি আগের ওভারে ২টি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসা ব্রেভিসকে। পরের বলে তরুণ এই ব্যাটার ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিড-উইকেটে মাইকেল ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে ৩১ রান করে।
তৃতীয় বলেও উইকেট পেতে পারতেন হেনরি। কিন্তু কর্বিন বোশের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন ব্রেসওয়েল। সেই বল থেকে দলের খাতায় যোগ হয় ২ রান। পরের বলে সিঙ্গেল নিয়ে আগে থেকেই ক্রিজে থাকা জর্জ লিন্ডেকে স্ট্রাইক দেন বোশ। শেষ ২ বলে প্রোটিয়াদের দরকার ছিল ৪ রানের। পঞ্চম বলে ডেরিল মিচেলের দারুণ এক ক্যাচে আউট হন লিন্ডে (১০)। শেষ বলটি ব্যাটে লাগাতে পারেননি সেনুরান মুথুসামি।
২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হেনরি। পুরো সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন কিউই এই পেসার।
এর আগে টিম সাইফার্ট ও ডেভন কনওয়ের আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটি থেকে ৫২ বলে ৭৫ রান আসে নিউ জিল্যান্ডের। ৩০ রান করা সাইফার্টকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মুথুসামি। এরপর কনওয়ে ও রাচিন রবীন্দ্রর ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় কিউইরা। কনওয়ে ফেরেন ৪৭ রানে। দ্রুত ফেরেন মার্ক চ্যাপম্যানও (৩)। ২৭ বলে ৪৭ রান করে রবীন্দ্র সাজঘরের পথ দেখলে কমে আসে দলের রানের গতি। পরের ব্যাটাররা ঝড়ো কোনো ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় শেষ ৪ ওভারে দলের খাতায় যোগ হয় ৩৬ রান।
লক্ষ্য তাড়ায় লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। রিজা হেন্ড্রিকসের সঙ্গে বাঁহাতি এই ব্যাটার উদ্বোধনী জুটিতে ৫৮ বলে যোগ করেন ৯২ রান। ৫১ রান করা এই ওপেনারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ব্রেসওয়েল। এরপর প্রোটিয়াদের রানের লাগাম টেনে ধরে কিউইরা।
ক্রিজে থিতু হলেও দ্রুত রান তুলতে ব্যর্থ হন হেন্ড্রিকস (৩৭) ও রাসি ফন ডার ডুসেন (১৮)। এই দুই ব্যাটার সাজঘরে ফিরলে প্রোটিয়াদের হাল ধরে দলকে জয়ের সুবাস এনে দিতে শুরু করেন ব্রেভিস। কিন্তু হেনরির নৈপুণ্যে শেষ পর্যন্ত তা হয়নি।
মন্তব্য করুন: