ব্র্যাডম্যানের রেকর্ড নিজের করে নিতে পারলেন না গিল
২ আগস্ট ২০২৫

প্রথম ইনিংসে সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে এক টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক বনে গিয়েছিলেন শুভমান গিল। দ্বিতীয় ইনিংসের শুরুতে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে থাকা ডোনাল্ড ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে তার প্রয়োজন ছিল ৬৮ রানের। কিন্তু তা আর করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ফলে তালিকার দুই নম্বরে থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করতে হচ্ছে তাকে।
শনিবার ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন ভারতের দ্বিতীয় ইনিংসে ১১ রানে আউট হন গিল। মধ্যাহ্ন ভোজের বিরতির পর প্রথম বলেই তাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন গাস অ্যাটকিনসন।
অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজটিতে ১০ ইনিংসে ৭৫ দশমিক ৪০ গড়ে ৭৫৪ রান নিয়ে শেষ করেছেন গিল। হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি, যার মধ্যে আছে একটি দ্বিশতকও। সর্বোচ্চ ইনিংস ২৬৯ রানের, যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ।
অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকা ব্র্যাডম্যানের রান ৮১০। ১৯৩৬-৩৭ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ইনিংসে ৯০ গড়ে এই রান করেছিলেন সর্বকালের সেরা ব্যাটার হিসেবে বিবেচিত এই অস্ট্রেলিয়ান।
ম্যাচ শুরুর আগে ৭২২ রান নিয়ে এই তালিকায় গ্যারি সোবার্সের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে ছিলেন গিল। প্রথম ইনিংসে ২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি স্বদেশি কিংবদন্তি গাভাস্কার ও ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড গাওয়ারকে ছাড়িয়ে তালিকার তৃতীয় স্থানে ওঠেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
এর আগে ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান ছিল ৭৩২। ১৯৭৮-৭৯ মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান করেছিলেন গাভাস্কার।
দ্বিতীয় ইনিংসে আরেক ইংলিশ কিংবদন্তি গ্রাহাম গুচের ৭৫২ রান পেরিয়ে তালিকার দুইয়ে উঠে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান গিল। কিন্তু বিরতির পর ইনিংসকে আর সামনে এগিয়ে নিতে পারেননি তিনি।
মন্তব্য করুন: