রাহুল-গিলের ব্যাটে টেস্ট বাঁচাতে লড়ছে ভারত

২৭ জুলাই ২০২৫

রাহুল-গিলের ব্যাটে টেস্ট বাঁচাতে লড়ছে ভারত

দিনের শুরুতে বেন স্টোকসের সেঞ্চুরির সুবাদে বড় লিড পেয়েছিল ইংল্যান্ড। বল হাতে প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়ে দলকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন ক্রিস ওকস। কিন্তু লোকেশ রাহুল ও শুভমান গিলের প্রতিরোধে পরের দুই সেশনে আর কোনো উইকেট হারায়নি ভারত। ১৩৭ রানে পিছিয়ে থেকে শেষ দিন ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে চতুর্থ দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৭৪ রান। রাহুল ৮৭ ও গিল ৭৮ রান নিয়ে ক্রিজে আছেন। এর আগে স্টোকসের ১৪১ রানের ইনিংসের পর মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ৬৬৯ রানে অলআউট হয় ইংল্যান্ড।

৭ উইকেটে ৫৪৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংলিশরা পঞ্চম ওভারে হারায় লিয়াম ডওসনের (২৬) উইকেট। এর খানিকবাদে মোহাম্মদ সিরাজকে চার মেরে দুই বছরের বেশি সময় পর টেস্টে সেঞ্চুরি তুলে নেন স্টোকস। একই সঙ্গে চতুর্থ ইংলিশ ক্রিকেটার হিসেবে এক টেস্টের ইনিংসে ৫ উইকেট শিকার করার এবং সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন তিনি।

তিন অঙ্ক স্পর্শ করার পর হাত খুলে খেলতে শুরু করেন স্টোকস। অপর প্রান্তে তাকে সঙ্গে দিয়ে সমান তালে ব্যাট চালান ব্রাইডন কার্সও। এই দুই ব্যাটারের আগ্রাসনে নবম উইকেটে ৯৭ বলে দলের খাতায় যোগ হয় ৯৫ রান। স্টোকসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। এক ওভার পর ৪৭ রান করা কার্সকে তুলে নিয়ে ইংল্যান্ডের ইনিংসের ইতি টানেন বাঁহাতি এই স্পিনার।

৩১১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ওকসের করা ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগেই প্রথম স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরের পথ দেখেন যশস্বী জয়সোয়াল। পরের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন সাই সুদর্শন। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ৩ ওভারে ১ রান তুলতে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

বিরতির পর ইংলিশ পেস তোপ সামলাতে বেশ হিমশিম খায় রাহুল-গিল জুটি। তবে সময়ের সঙ্গে ক্রিজে থিতু হয়ে দলের বিপদ আর বাড়তে দেননি তারা। দ্বিতীয় সেশনে ২৬ ওভারে দলের খাতায় তারা যোগ করেন ৮৪ রান। ৭৭ বলে ফিফটি তুলে নেন গিল। বিরতির পর ১৪১ বলে ফিফটি তুলে নেন রাহুল। বাকিটা সময় কোনো বিপদ ছাড়াই গিলকে নিয়ে পার করে দেন তিনি। তৃতীয় উইকেটে এখন পর্যন্ত তারা ১৭৪ রান যোগ করেছেন।

মন্তব্য করুন: