জয়সোয়ালের সেঞ্চুরির পর সিরাজের শেষ বেলার নৈপুণ্যে ওভাল টেস্টের নিয়ন্ত্রণে ভারত

জয়সোয়ালের সেঞ্চুরির পর সিরাজের শেষ বেলার নৈপুণ্যে ওভাল টেস্টের নিয়ন্ত্রণে ভারত

তিনটি জীবন পাওয়া যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরির সঙ্গে আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ফিফটিতে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিয়েছে ভারত। জ্যাক ক্রলি ও বেন ডাকেটের ব্যাটে শুরুটাও ভালো করেছিল স্বাগতিকরা। কিন্তু দিনের শেষ ওভারে এক ডেলিভারিতে ক্রলিকে তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রেখেছেন মোহাম্মদ সিরাজ। সিরিজ নিজেদের করে নিতে ইংল্যান্ডের এখনও দরকার ৩২৪ রান, হাতে আছে ৯ উইকেট।

শনিবার ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন ৩৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৫০ রান। এর আগে ৩৯৬ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ভারত।

সিরিজ জিততে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ইংল্যান্ডের। আর তা করতে ইংলিশদের ওভালের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড তো করতে হবেই, একই সঙ্গে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়তে হবে তাদের।

ওভালে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ২৬৩ রানের। সেটিও হয়েছে ১২৩ বছর আগে। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ উইকেট হাতে রেখে তা তাড়া করেছিল ইংল্যান্ড।

পুরো ইনিংসে ইংল্যান্ডকে বেশ ভুগিয়েছে তাদের ফিল্ডিং। আগের দিন তিনটি ক্যাচ নিতে ব্যর্থ হওয়ার পর এদিন আরও তিনটি ক্যাচ ছাড়ে তারা। ২ উইকেটে ৭৫ রান নিয়ে নাইটওয়াচম্যান আকাশ দীপকে নিয়ে দিনের খেলা শুরু করা জয়সোয়াল গড়েন শতরানের জুটি। দিনের অষ্টম ওভারে স্লিপে ২১ রানে থাকা আকাশের ক্যাচ ছাড়েন ক্রলি। সুযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন আকাশ। ৬৬ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটিটি ভাঙেন জেইমি ওভারটন।

দ্রুত সাজঘরে ফেরেন শুভমান গিলও। মধ্যাহ্ন ভোজের বিরতির পর প্রথম বলেই ১১ রান করা এই ব্যাটারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন গাস অ্যাটকিনসন। ভারতীয় অধিনায়ক সিরিজ শেষ করেন ৭৫৪ রান নিয়ে। প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো করুণ নায়ার (১৭) জীবন পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।

ইংল্যান্ডের বিপক্ষেই চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়সোয়ালএর খানিকবাদে ক্যারিয়ারের ষষ্ঠ ও সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জয়সোয়াল। এরপরই লেগ গালিতে তৃতীয়বারের মতো জীবন পান বাঁহাতি এই ওপেনার। শেষ পর্যন্ত তার ১১৮ রানের ইনিংসটি থামান জশ টাং। এরপর জাদেজার ৫৩ এবং শেষ দিকে সুন্দরের ঝড়ো ব্যাটিংয়ে ৫৩ রানের ইনিংসে ৩৭৩ রানের লিড পায় ভারত। ৫ উইকেট নেন টাং।

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডকে সাবধানী শুরু এনে দেন ক্রলি ও ডাকেট। দেখেশুনে খেলে চলতি সিরিজে চতুর্থবারের মতো পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েন তারা। দলকে সুবিধাজনক অবস্থানে রেখে দিনের খেলা শেষ করার পথেও ছিলেন তারা। কিন্তু দিনের শেষ ওভারের পঞ্চম বলে দারুণ এক ইনসুইংয়ে ক্রলিকে (১৪) বোল্ড করে এই জুটি ভাঙেন সিরাজ। ৩৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন ডাকেট। ইংল্যান্ডের হাতে ৯ উইকেট থাকলেও কাঁধের চোট পাওয়া ক্রিস ওকসের ব্যাটিং করা নিয়ে শঙ্কা রয়েছে। প্রথম ইনিংসে ব্যাট হাতে মাঠে নামেননি তিনি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add