শরীরে ব্যথা থাকলেও শেষ টেস্টে খেলবেন স্টোকস

২৮ জুলাই ২০২৫

শরীরে ব্যথা থাকলেও শেষ টেস্টে খেলবেন স্টোকস

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বোলিং ও ব্যাটিংয়ে বেন স্টোকসের ওপর ভরসা করেই এগোচ্ছে ইংল্যান্ড। তবে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বোলিংয়ের সময় অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছিল তাকে। শরীরে ব্যথা থাকলেও পঞ্চম ও শেষ টেস্টে মাঠে নামার প্রত্যয় জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক।

সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিন বাঁ পায়ের ক্র্যাম্প এবং কাঁধে অস্বস্তি অনুভব করেন স্টোকস। এরপরও ১১ ওভার বোলিং করে ১ উইকেট শিকার করেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ভারতকে অলআউট করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে আট বছর পর প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করেন স্টোকস। এরপর ব্যাট হাতে দুই বছরের বেশি সময় পর দেখা পান সেঞ্চুরির।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংলিশ অদিনায়ক বলেন, “এটা কেবল ওয়ার্কলোডের বিষয়। আমরা অনেক বেশি ওভার করেছি। একটা সময় সবকিছু গায়ে এসে লাগে। আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাব। আমি বোলারদের সবসময় বলি যে, ব্যথা তো কেবল অনুভবের বিষয়। আমি দলের জন্য সব বাধা পেরিয়ে যেতে চেষ্টা করি।

চলতি সিরিজে এখন পর্যন্ত ১৪০ ওভার বোলিং করেছেন স্টোকস। এখন পর্যন্ত এটি তার টেস্ট ক্যারিয়ারে এক সিরিজে সবচেয়ে বেশি বোলিংয়ের রেকর্ড। একই সঙ্গে ১৭ উইকেট নিয়ে আছেন বোলারদের মধ্যে সবার ওপরে।

ওভালে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া শেষ টেস্টে মাঠে নামার ব্যাপারে আশাবাদী তিনি।

আশা করছি শেষটার জন্য আমি ঠিক হয়ে যাব। সবকিছু করছি ঠিকঠাক থাকার জন্য। এই পাঁচ থেকে ছয় সপ্তাহ অনেক বড়। আমি নিজের কথা ফিরিয়ে নিতে চাই না, তবে আমার না খেলার সম্ভাবনা খুবই কম।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

মন্তব্য করুন: