দলের প্রয়োজনে এক হাতে ব্যাট করতে প্রস্তুত ওকস

দলের প্রয়োজনে এক হাতে ব্যাট করতে প্রস্তুত ওকস

চোট নিয়ে ওভাল টেস্টের প্রথম দিনই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ক্রিস ওকস। বাঁ কাঁধের হাড় নড়ে যাওয়ায় তার হাতে স্লিংও পরানো হয়েছে। তবে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের জন্য দলের প্রয়োজন হলে এই অলরাউন্ডার এক হাতে ব্যাট করতে প্রস্তুত বলে জানিয়েছেন জো রুট।

গত বৃহস্পতিবার ওভালে শুরু হওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিনের শেষ বেলায় বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধে চোট পান ওকস। শুক্রবার ইংল্যান্ড দল জানায়, এই চোটের কারণে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার চলতি টেস্টে আর অংশ নিতে পারবেন না।

তবে রোববার ম্যাচের চতুর্থ দিন ইংল্যান্ডের ড্রেসিংরুমে দেখা যায়, স্লিংয়ে ঝোলানো বাঁ হাত নিয়ে সাদা পোশাক পরে আছেন ওকস। এর পেছনে অবশ্য কারণও আছে। সহজ জয়ের পথে থাকা ইংল্যান্ডের দ্রুত দুই উইকেট তুলে নিয়ে রোমাঞ্চের আভাস দিয়ে রেখেছে ভারত। পঞ্চম ও শেষ দিন জয়ের জন্য ইংলিশদের এখনও প্রয়োজন ৩৫ রান, হাতে আছে ৪ উইকেট।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রয়োজনে ওকস ব্যাটিংয়ে নামবেন কি না – এমন প্রশ্নের জবাবে রুট বলেন, “আমার মনে হয়। সে যা কিছু করা দরকার তা করতে উদগ্রীব হয়ে আছে। তবে এটা হওয়ার জন্য আগে অনেক কিছু হতে হবে।”

৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় হ্যারি ব্রুক ও রুটের চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটিতে দারুণ অবস্থানে ছিল ইংল্যান্ড। ৩ উইকেটে ৩০১ রান নিয়ে সহজ জয়ের পথে ছিল তারা। কিন্তু তখনই ১১১ রান করা ব্রুক সাজঘরে ফিরলে প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা। চা বিরতির পর জ্যাকব বেথেল ও ১০৫ রান করা রুট আউট হলে চাপে পড়ে তারা।

এরপর প্রথমে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। পরক্ষণেই বৃষ্টি নামায় চতুর্থ দিনের খেলা শেষ হয়ে যায় আগেভাগেই। ফলে চাপে পড়ে যাওয়ায় সম্ভাবনা তৈরি হয়েছে ওকসের ব্যাট করতে নামার।

এ বিষয়ে রুট বলেন, “সে পুরোপুরি প্রস্তুত, বাকিদের মতোই। এটা এমন একটা সিরিজ যেখানে অনেকেই শরীর ঝুঁকিতে ফেলেছেন দলের জন্য। আশা করছি এরকম কিছু হবে না। সে কিছু থ্রো-ডাউন করেছে ড্রেসিংরুমেই। তাই সে প্রস্তুত যদি দরকার পড়ে।”

মন্তব্য করুন: