নির্ধারিত সময়ে শুরু হলো না বিপিএলে বৃহস্পতিবারের প্রথম ম্যাচ

১৫ জানুয়ারি ২০২৬

নির্ধারিত সময়ে শুরু হলো না বিপিএলে বৃহস্পতিবারের প্রথম ম্যাচ

ক্রিকেটারদের বেধে দেওয়া সময়ের মধ্যে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করায় নির্ধারিত সময়ে শুরু হয়নি বিপিএলের বৃহস্পতিবারের দিনের প্রথম ম্যাচ। টুর্নামেন্ট কর্তৃপক্ষ দিনের দুটি ম্যাচই এদিনই আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্বের প্রথম ম্যাচে দুপুর ১টায় চট্টগ্রাম য়্যালস নোয়াখালী এক্সপ্রেসের মাঠে নামার কথা ছিল। তবে কোনো দলের ক্রিকেটারই হোটেল থেকে মাঠে আসেননি।

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে বুধবার রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াব এই ম্যাচ শুরুর আগ পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন। তা না হলে সবধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছিলেন সংস্থাটির সভাপতি মোহাম্মদ মিঠুন।

এরপর রাতেই ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন বিসিবির একাধিক পরিচালক। তাতে কাজ না হওয়ায় এদিনও টিম হোটেলে তাদের সঙ্গে আলোচনায় বসে তারা।

আলোচনা শেষে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, “আমি এসেছিলাম, খেলোয়াড়দের সাথে কথা বলেছি। এমনকি আমরা একটা প্রেস রিলিজও দিয়েছি যে এটা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন। প্রক্রিয়া অনুযায়ীতাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। আমরা এই কথা সাপোর্ট করি না। কিন্তু একটা প্রসেস আছে।

উনাদের বুঝিয়েছি। এখন যদি মাঠে আসে খেলা হবে। প্রথম ম্যাচ সময়মতো না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

এর আগে এদিন সকাল ১০টা ৫০ মিনিটে নাজমুলকে তার বিতর্কিত মন্তব্যের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add