আতলেতিকোকে হারিয়ে ফাইনালে বার্সার মুখোমুখি রিয়াল

৯ জানুয়ারি ২০২৬

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে বার্সার মুখোমুখি রিয়াল

ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগোর গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে শাবি আলোনসোর দল।

বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় দ্বিতীয় সেমি-ফাইনালে আতলেতিকোকে ২-১ গোলে হারায় রিয়াল। দলের হয়ে দুই অর্ধের শুরুতে গোল দুটি করেন ভালভের্দে ও রদ্রিগো। এ বছর কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া দুটি ম্যাচ খেলতে নেমে দুটিতেই জিতল আলোনসোর দল।

ম্যাচের প্রথম মিনিটে জুড বেলিংহ্যাম আতলেতিকোর বক্সের বাইরে ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় রিয়াল। ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে দলকে এগিয়ে দেন ভালভের্দে।

২৮তম মিনিটে রদ্রিগো ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। পরের মিনিটে ভিনিসুস জুনিয়র বক্সের ভেতরের হেড লক্ষ্যে রাখতে পারেননি। বিরতির আগে আলেক্স বায়েনা ও আলেক্সান্দার সরলথের কয়েকটি আক্রমণ দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ভালভের্দের বাড়ানো থেকে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। তিন মিনিট পর আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনের ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান নরওয়েজিয়ান ফরোয়ার্ড সরলথ।

রদ্রিগো আবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। বাকি সময় আতলেতিকো সমতায় ফেরার কয়েকটি সুযোগ পেলেও তা গোলের দেখা পায়নি।

আগামী রোববার একই ভেন্যুতে ফাইনালে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল। এই নিয়ে টানা চতুর্থবার এই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দু’দল। গত বছর রিয়ালকে ৫-২ গোলে বিধ্বস্ত করে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল কাতালান ক্লাবটি। গত বুধবার আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে হারিয়ে এবারের আসরের ফাইনালে ওঠে হানসি ফ্লিকের দল।

মন্তব্য করুন: