বিতর্কিত নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দিল বিসিবি

১৫ জানুয়ারি ২০২৬

বিতর্কিত নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, নিজেদের বয়কট ভেঙে বিপিএলে ফিরবেন ক্রিকেটাররা।

বৃহস্পতিবার বিকেলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্রের ৩১ নম্বর ধারা অনুযায়ী নাজমুলকে তার দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অর্থ কমিটির দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি নিজেই।

তবে নিজ থেকে পদত্যাগ না করা পর্যন্ত বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। বোর্ডের গঠণতন্ত্র অনুযায়ী শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারও পরিচালক পদ শূন্য হয় না।

অর্থ কমিটি ছাড়া বিসিবির আর কোনো দায়িত্বে ছিলেন না নাজমুল। ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে এবারই প্রথম বোর্ড পরিচালক হয়েছিলেন তিনি।

বুধবার বিকেলে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা নাজমুলের পদত্যাগ দাবি করে রাতে আল্টিমেটাম দিয়ে মিঠুন জানান, বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচের আগে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে। সে অনুযায়ী এদিন বিপিএলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। সন্ধ্যা ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার শেরাটন হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়, বিকেলের মধ্যে যদি বোর্ডের পক্ষ থেকে তাদের শর্ত মেনে নেওয়া হয়, তাহলে সন্ধ্যায়ই তারা ম্যাচ খেলতে নামবেন।

এখন আমরা মাঠে যাবো একটাই শর্তেবিসিবি থেকে আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে, আমরা দায়িত্ব নিচ্ছি ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক (নাজমুল) থাকবে না বিসিবিতে এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে, সেটার জন্য তাদের ওপর দায়ভার যাবে না। এবং তার সব দায়িত্ব বিসিবি নেবে। এই শর্তে আমরা মাঠে ফিরতে পারি। এটা যদি বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে।

এরপরই এলো নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার খবর। ক্রিকেটারদের দাবির মুখে নিজেদের ক্ষমতায় থাকা সম্ভাব্য সর্বোচ্চ সিদ্ধান্তটাই নিয়েছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে ক্রিকেটাররা সবসময় বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে উল্লেখ করে তাদের সুরক্ষা ও মর্যাদা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে দেশের ক্রিকেটের চ্যালেঞ্জিং এই সময়ে খেলোয়াড়দের পেশাদারিত্ব বজায় রেখে বিপিএলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add