নাজমুল থাকবে না – এই নিশ্চয়তা পেলেই মাঠে ফিরবে ক্রিকেটাররা
১৫ জানুয়ারি ২০২৬
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম আর ক্রিকেট বোর্ডে থাকবেন না – এমন নিশ্চয়তা পেলেই বয়কট ভেঙে বৃহস্পতিবার বিপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার কথা জানিয়েছেন ক্রিকেটাররা।
এদিন দুপুরে রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন দেশের ক্রিকেটাররা। এ সময় নাজমুলের পদত্যাগসহ মোট পাঁচটি বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে আছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান এবং নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার বিষয়টি।
ক্রিকেটারদের পক্ষ থেকে বিষয়গুলো নিয়ে কথা বলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন, জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস, রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার শামসুর রহমান।
নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে না ফেরার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার বিষয়টি জানিয়ে মিঠুন বলেন, “আমরা এখনও ঐ অবস্থানেই আছি। সোহান প্রথমেই যেটা বলেছে, আমরা খেলার বিপক্ষে না। সব কিছুর একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলে… শুধু আমার না, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে।”
এর আগে নির্ধারিত সময়ের মধ্যে নাজমুল পদত্যাগ না করায় ঢাকা পর্বের প্রথম ম্যাচটি খেলতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে যায়নি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা।
বুধবার বিকেলে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা নাজমুলের পদত্যাগ দাবি করে রাতে আল্টিমেটাম দিয়ে মিঠুন জানান, বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচের আগে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে বুধবার রাত থেকে বিসিবির সঙ্গে আলোচনার বিবরণ তুলে ধরে কোয়াব সভাপতি ও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মিঠুন বলেন, “কালকে রাত থেকে বিভিন্ন সময় শুধু প্রসিডিউর প্রসিডিউর প্রসিডিউর ওয়ার্ডটা খুব শুনতেছি। একটা পর্যায়ে এসে ওনারা ওএসডি করতে চেয়েছিল, কিন্তু সেটা আমরা মেনে নেইনি। তারপরে ওনার জন্য ৪৮ ঘণ্টার সময় চেয়েছিল, তাদের প্রসিডিউর অনুযায়ী নাকি ৪৮ ঘণ্টা সময় লাগবে। তো আমি প্লেয়ারদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা করার পরে আমাদের প্রশ্নটা হচ্ছে, ৪৮ ঘণ্টা পরে যদি উনি এখান থেকে পদত্যাগ না করেন, তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে। ওনারা আমাদেরকে অনুরোধ করতেছে খেলতে।”
“আমাদের প্রতিবাদ স্বরূপ আজকের প্রথম ম্যাচ আমরা ক্লোজ করলাম। প্রথম ম্যাচ আর হবে না। দ্বিতীয় ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই, তারা ৪৮ ঘণ্টার যে সময় চেয়েছে, ৪৮ ঘণ্টার পরে যদি ওনাকে না সরানো হয় তখন খেলাটা আবারও বন্ধ হয়ে যাবে।”
“এখন আমরা মাঠে যাবো একটাই শর্তে – বিসিবি থেকে আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে, আমরা দায়িত্ব নিচ্ছি ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক (নাজমুল) থাকবে না বিসিবিতে এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে, সেটার জন্য তাদের ওপর দায়ভার যাবে না। এবং তার সব দায়িত্ব বিসিবি নেবে। এই শর্তে আমরা মাঠে ফিরতে পারি। এটা যদি বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে। এটা নিয়ে আমরা ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু আমাদেরকে কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া হয়নি।”
এর আগে এদিন সকাল ১০টা ৫০ মিনিটে নাজমুলকে তার বিতর্কিত মন্তব্যের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি।















মন্তব্য করুন: