বার্সার বিপক্ষে ফাইনাল খেলতে রিয়ালে যোগ দিচ্ছেন এমবাপ্পে

৯ জানুয়ারি ২০২৬

বার্সার বিপক্ষে ফাইনাল খেলতে রিয়ালে যোগ দিচ্ছেন এমবাপ্পে

চোটের কারণে থাকা বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই স্প্যানিশ সুপার কাপ খেলতে সৌদি আরবে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ফরাসি এই তারকা সুস্থ হয়ে ওঠায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ফাইনালে খেলতে দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন কোচ শাবি আলোনসো।

বৃহস্পতিবার জেদ্দায় দ্বিতীয় সেমি-ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল।

গত ডিসেম্বর থেকে বাঁ হাঁটুর সমস্যায় ভুগছেন এমবাপ্পে। এ কারণে তাকে ছাড়াই সুপার কাপের দল ঘোষণা করেছিল রিয়াল। গত ১০ ডিসেম্বর ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও খেলতে পারেননি তিনি। রিয়ালের জার্সিতে সবশেষ তিনি মাঠে নামেন ২০ ডিসেম্বর, সেভিয়ার বিপক্ষে।

চোটের কারণে নতুন বছরের প্রথম দুই ম্যাচেই এমবাপ্পেকে দলে পায়নি রিয়াল। তবে এই তারকা ফরোয়ার্ডকে ছাড়া দুটিতেই জিতেছে তারা।

আতলেতিকোকে হারানোর পর সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে সুখবর দিয়ে আলোনসো জানান, শুক্রবার জেদ্দার উদ্দেশে রওনা দেবেন এমবাপ্পে।

কিলিয়ান আগামীকাল সফর করবে। সে এখন অনেকটা ভালো আছে। অনুশীলন করেছে, ভালো অনুভব করছে।

জেদ্দায় আগামী রোববার মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। এই নিয়ে টানা চতুর্থবার সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। গত বছর রিয়ালকে ৫-২ গোলে বিধ্বস্ত করে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল কাতালান ক্লাবটি।

মন্তব্য করুন: