বিতর্কিত নাজমুলকে বিসিবির শোকজ

১৫ জানুয়ারি ২০২৬

বিতর্কিত নাজমুলকে বিসিবির শোকজ

ক্রিকেটারদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ চেয়ে বুধবার রাতে আল্টিমেটাম দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কিন্তু এখনও পদত্যাগ না করা সেই পরিচালককে শোকজ নোটিশ দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুলকে শোকজের চিঠি দেওয়ার কথা জানায় বিসিবি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই পরিচালককে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বুধবার রাতে অনলাইনে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুর ১টায় বিপিএলের ম্যাচ শুরুর আগে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাতেই ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবির একাধিক পরিচালক।

ঢাকা পর্বের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের।

নাজমুলকে নিয়ে আগে থেকেই দেশের ক্রিকেটাঙ্গনে সমালোচনার ঝড় বইছিল। এই পালে তিনি নতুন করে হাওয়া দেন বুধবার বিকেলে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে।

টিটুয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের বিসিবি আর্থিক ক্ষতিপূরণ দেবে কি না – এমন প্রশ্নের জবাবে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল বলেন, “ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, ‘তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’”

কয়েকদিন আগে এক ফেইসবুক পোস্টে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল আখ্যা দিয়ে আলোচনায় আসেন নাজমুল। সে ঘটনা দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add