রাফিনিয়ার জোড়া গোলে বিলবাওকে গুঁড়িয়ে ফাইনালে বার্সোলোনা
৮ জানুয়ারি ২০২৬
প্রথমার্ধে ১৬ মিনিটের মধ্যে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিয়ে নিয়েছিল বার্সেলোনা। বিরতির পর আরেকটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করলেন রাফিনিয়া। আথলেতিক বিলবাওকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার সৌদি আরবের জেদ্দায় প্রথম সেমি-ফাইনালে দাপুটে ফুটবলে ৫-০ গোলে জেতে বার্সেলোনা।
বলের দখল ৮০ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখা বার্সেলোনা গোলের জন্য ১৩টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৭টি। অন্যদিকে ৯ শট নেওয়া বিলবাওয়ের লক্ষ্যে ছিল ৩টি।
এদিন লামিনে ইয়ামাল ও রবের্ট লেভানডফস্কিকে ছাড়া শুরুর একাদশ সাজান হানসি ফ্লিক। আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়া ম্যাচের ২২তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেররান তোরেস।
৩০তম মিনিটে রাফিনিয়ার বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন ফের্মিন লোপেস। চার মিনিট পর আরেকটি গোল করেন রুনি বার্দগি। ৩৮তম মিনিটে এই সুইডিশ মিডফিল্ডারের পাস ধরে দলের চতুর্থ গোলটি করেন রাফিনিয়া। ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
অবশ্য হ্যাটট্রিকের পথে এগুতে পারেননি রাফিনিয়া। ৬৫তম মিনিটে তাকে তুলে মার্কাস র্যাশফোর্ডকে বদলি হিসেবে নামান কোচ। ৭২তম মিনিটে বার্দগির বদলি হিসেবে আসেন ইয়ামাল।
একই মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে আগামী রোববার।















মন্তব্য করুন: