ইংরেজি অভিধানে যুক্ত হলো ‘বাজবল’
১ নভেম্বর ২০২৩

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটকে বদলে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। ‘বাজ’ হিসেবে পরিচিত এই কিউই কোচের নামে রাখা ‘বাজবল’ শব্দটি এবার যুক্ত হয়ে গেল ইংরেজি অভিধানে! কলিন্স ডিকশনারির অনলাইন সংস্করণে বিশেষ্য পদ রূপে যোগ হওয়া শব্দটির অর্থ হিসেবে বলা হয়েছে, ‘টেস্ট ক্রিকেট খেলার একটা ধরন, যাতে ব্যাটিং দল খুবই আগ্রাসী ক্রিকেট খেলে থাকে।’
‘বাজবল’ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাজ্য সম্পাদক অ্যান্ড্রু মিলার। ২০২২ সালের জুনে ইংল্যান্ড-নিউ জিল্যান্ড সিরিজের আগে ‘সুইচ হিট’ পডকাস্ট এর একটি পর্বে তিনি শব্দটি ব্যবহার করেন। এই শব্দটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে, ম্যাককালামের দল (নিউ জিল্যান্ড) কীভাবে তার অধিনায়কত্বে ইতিবাচক ক্রিকেট খেলেছিল।
ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ার পর সাদা পোশাকে আক্রমণাত্বক ক্রিকেট দেখছে গোটা বিশ্ব। মতার ডাক নাম ‘বাজ’ এর সঙ্গে মিলিয়ে এই আক্রমণাত্বক কৌশলটির নামকরণ করা হয় ‘বাজবল’। এই কৌশল নিয়ে ক্রিকেট দুনিয়া এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ মনে করেন, সময়ের সঙ্গে তাল মেলাতে এটাই সঠিক কৌশল। আবার কেউ কেউ বলেন, ‘বাজবল’ আসলে টেস্ট ক্রিকেট ধ্বংস করেছে।
মন্তব্য করুন: