স্কোয়াড ছোট না করলে ম্যান সিটি ছাড়ার হুমকি গুয়ার্দিওলার

স্কোয়াড ছোট না করলে ম্যান সিটি ছাড়ার হুমকি গুয়ার্দিওলার

ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর ২০১৭ সালের পর এবারই প্রথম কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে চলেছেন পেপ গুয়ার্দিওলা। নতুন মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে দল সাজানোর কাজও শুরু করেছেন তিনি। তবে আগামী মৌসুমে বড় স্কোয়াড নিয়ে কাজ করতে হলে ক্লাব ছাড়ার হুমকি দিয়েছেন স্প্যানিশ এই কোচ।

মঙ্গলবার প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলের জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি। এই ম্যাচ দিয়ে ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে শেষ ম্যাচ খেলেন অভিজ্ঞ মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা জানান, আগামী মৌসুমে খেলানোর মতো জায়গা না পেয়ে পাঁচ-ছয়জন খেলোয়াড়কে গ্যালারিতে বসিয়ে রাখার পরিস্থিতির তৈরি হলে তিনি দায়িত্ব ছাড়বেন।

আমি ক্লাবকে বলেছি, এটা আমি চাই না। আমি পাঁচ বা ছয় খেলোয়াড়কে বসিয়ে রাখতে চাই না। আমি তাহলে চলে যাব। আমি এটা চাই না। আমি পদত্যাগ করব। স্কোয়াড ছোট করো, তাহলে আমি থাকব। আমার বিবেকের পক্ষে সম্ভব না কাউকে পুরো ম্যাচ বাইরে বসিয়ে রাখা, যাদের খেলানোর সুযোগই পাচ্ছি না।

গুয়ার্দিওলা বরাবরই ছোট স্কোয়াড নিয়ে কাজ করতে পছন্দ করেন। তবে চলতি মৌসুমে একাধিক চোট, বিশেষ করে রদ্রির হাঁটু অস্ত্রোপচারের কারণে লিগ শিরোপা ধরে রাখার লড়াই রূপ নেয় ব্যর্থতায়।

টানা পঞ্চম লিগ শিরোপা জয়ের আশায় জানুয়ারিতে ওমর মারমুশ, নিকো গনজালেস, আবদুকদির খুসানোভ ও ভিতোর রেইসকে দলে ভেড়াতে ২০ কোটি ডলারের বেশি খরচ করে সিটি।

মৌসুম শেষে ডি ব্রুইনা ক্লাব ছাড়ছেন। কাইল ওয়াকারও চলে যেতে পারেন। ফলে এবারের গ্রীষ্মকালীন দলবদলে বড় কিছু খেলোয়াড়কে দলে ভেড়ানোর সম্ভাবনা থাকলেও গুয়ার্দিওলা স্পষ্ট করে জানান, খেলোয়াড় সংখ্যা কম থাকলেই তিনি খুশি।

আমি ২৪, ২৫, ২৬ জন খেলোয়াড় চাই না, যখন সবাই ফিট থাকে। যদি ইনজুরি হয়, দুর্ভাগ্য। আমাদের একাডেমির খেলোয়াড় আছে, তাদের দিয়েই কাজ চালিয়ে নেব।

মন্তব্য করুন: