পিএসএলে ঝড় তুলে বাংলাদেশ বিপক্ষে পাকিস্তান দলে সাহিবজাদা

পিএসএলে ঝড় তুলে বাংলাদেশ বিপক্ষে পাকিস্তান দলে সাহিবজাদা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সাহিবজাদা ফারহান। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।

বুধবার তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চোট কাটিয়ে গত জানুয়ারির পর দলে ফিরেছেন ওপেনার সাইম আইয়ুব। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়া বাবর আজম মোহাম্মদ রিজওয়ান এই সিরিজেও দলের বাইরে আছেন।

গত বছর ডিসেম্বরে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলা সাহিবজাদা এবারের পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন। এখন পর্যন্ত ১০ ইনিংসে ১৫৪ দশমিক ৫০ গড়ে ডানহাতি এই ব্যাটার ৩৯৪ রান করে আছেন টুর্নামেন্টে রান-সংগ্রাহকের তালিকার শীর্ষে। একটি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন দুটি ফিফটিও।

জাতীয় দলে অবশ্য সাহিবজাদা জ্বলে উঠতে পারেননি এখনও। দেশের হয়ে ৯টি টি-টুয়েন্টি ইনিংসে একশরও কম স্ট্রাইক-রেটে মোট ৮৬ রান করেছেন তিনি, সর্বোচ্চ ৩৯ রান। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে ওপেনিংয়ে নেমে সাজঘরে ফেরেন ৪ রান করে।

অন্যদিকে পিএসএলে করাচি কিংসের হয়ে ১৫ উইকেট নিয়ে গত বছর মে মাসের পর আবারও দলে ডাক পেয়েছেন পেসার হাসান আলী।

প্রাথমিক সূচি অনুযায়ী পাকিস্তানের মাটিতে পাঁচটি টি-টুয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্তে সংঘাতের জেরে পিএসএলের সূচি পিছিয়ে যাওয়ায় এখন দুদল তিনটি ম্যাচ খেলবে।

সিরিজের সূচি এখনও চূড়ান্ত না হলেও ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, আগামী ২৮, ৩০ ৩১ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হতে পারে।

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তান দল:

সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মাদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।

মন্তব্য করুন: