২৮ মে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
২১ মে ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই ভেন্যুতেই হবে সবকটি ম্যাচ।
বুধবার সিরিজের পরিবর্তিত সূচি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ২৫ মে দু’দলের পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচের সূচি পিছিয়ে যাওয়ায় সিরিজটি সংক্ষিপ্ত হওয়ার পাশাপাশি পেছাল সূচিও।
পিএসএলের ফাইনাল এখন অনুষ্ঠিত হবে ২৫ মে। সিরিজটি খেলতে ওই দিনই পাকিস্তানে যাবে লিটন দাসের দল। ৩০ মে দ্বিতীয় এবং ১ জুন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজের পরিবর্তিত সূচি:
১ম টি-টুয়েন্টি – ২৮ মে
২য় টি-টুয়েন্টি – ৩০ মে
৩য় টি-টুয়েন্টি – ১ জুন
মন্তব্য করুন: