ঘরের মাঠে হামজার খেলা দেখা যাবে ৪০০ টাকায়

ঘরের মাঠে হামজার খেলা দেখা যাবে ৪০০ টাকায়

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের এই ম্যাচের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঠে বসে হামজার খেলা উপভোগ করতে দর্শকদের সর্বনিম্ন খরচ করতে হবে ৪০০ টাকা।

বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বাফুফের কম্পিটিশনস কমিটি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার শমিত শোমেরও।

আগামী শনিবার দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিফাই ডট লাইভ (https://tickify.live) ওয়েবসাইট থেকে দর্শকেরা টিকিট কিনতে পারবেন। মোট ৯টি ক্যাটাগরিতে পাওয়া যাবে ম্যাচের টিকিট। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে সর্বনিম্ন ৪০০ টাকা। এছাড়া বাকি সব গ্যালারির টিকিটের মূল্য শুরু হয়েছে ২ হাজার টাকা করে।

খেলোয়াড়দের বেঞ্চের পেছনে বসে খেলা দেখতে চাইলে দর্শকদের গুণতে হবে ২ হাজার ৫০০ টাকা করে। সর্বোচ্চ টিকিটের মূল্য রাখা হয়েছে ৫ হাজার টাকা করে।

গত মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার।

‘সি’ গ্রুপের অন্য ম্যাচে হংকংয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল সিঙ্গাপুরও। গ্রুপের প্রতিটি দলের পয়েন্ট এখন ১। ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে টিকিটের মূল্য:

সাধারণ গ্যালারি: ৪০০ টাকা

ক্লাব হাউজ-২: ২ হাজার টাকা

ক্লাব হাউজ-১: ২ হাজার ৫০০ টাকা

ভিআইপি-২ (খেলোয়াড়দের বেঞ্চের পেছনে): ২ হাজার ৫০০ টাকা

ভিআইপি-৩ (লাল বক্সের নিচে): ২ হাজার ৫০০ টাকা

স্কাই ভিউ: ৩ হাজার টাকা

ভিআইপি-১ (লাল বক্স): ৪ হাজার টাকা

হসপিটালিটি বক্স: ৫ হাজার টাকা

কর্পোরেট বক্স: ৫ হাজার টাকা

মন্তব্য করুন: