ভিনিসুসকে বর্ণবাদী গালির ঘটনায় ৫ জনকে সাজা

ভিনিসুসকে বর্ণবাদী গালির ঘটনায় ৫ জনকে সাজা

লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসুস জুনিয়রের উদ্দেশে বর্ণবাদী আচরণ করায় পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত। এই রায়ে দেশটির ইতিহাসে ফুটবল মাঠে বর্ণবাদী আচরণকে প্রথমবারের মতো ‘ঘৃণাজনিত অপরাধ হিসেবে উল্লেখ করা হলো।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানায় লা লিগা কর্তৃপক্ষ। ২০২২ সালের ডিসেম্বরে রিয়াল ভায়াদলিদের মাঠে রিয়াল মাদ্রিদের ২-০ গোলে জয় পাওয়া ম্যাচ চলাকালে গ্যালারি থেকে ভিনিসুসের উদ্দেশে বর্ণবাদী আচরণ করা হয়।

ভায়াদলিদের প্রাদেশিক আদালত পাঁচ দোষীকে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার ৮০ ইউরো থেকে ১ হাজার ৬২০ ইউরো পর্যন্ত অর্থদণ্ড দেন।

তবে আপাতত দোষীদের জন্য এই কারাদণ্ড স্থগিত থাকবে। আগামী তিন বছরের মধ্যে তারা যদি কোনো অপরাধ করে তাহলে এই শাস্তি দেওয়া হবে। একইসঙ্গে ওই পাঁচজনকে আগামী তিন বছরের জন্য কোনো ফুটবল ম্যাচে মাঠে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবৃতিতে লা লিগার তরফ থেকে বলা হয়, “লা লিগার প্রচেষ্টার কারণে এই দৃষ্টান্তমূলক রায় সম্ভব হয়েছে। প্রথমে এককভাবে লা লিগাই নিজে থেকে মামলা দায়ের করেছিল, পরে এতে যুক্ত হন ভিনিসুস, রিয়াল মাদ্রিদ এবং পাবলিক প্রসিকিউটর অফিস।

ফুটবল মাঠে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে এই রায় শক্ত অবস্থান নিয়েছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, “এই রায় স্পেনে খেলাধুলায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক নজিরবিহীন মাইলফলক। এর আগে বর্ণবাদী আচরণকে নৈতিক অখণ্ডতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করা হতো। এবার রায়ে সরাসরি ঘৃণাজনিত অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, স্পেনে সহিংসতাবিহীন অপরাধে দুই বছরের নিচে কারাদণ্ড হলে এবং অভিযুক্তের আগের কোনো অপরাধ না থাকলে সাধারণত জেল খাটতে হয় না।

এর আগে ২০২৩ সালের জুনে ভালেন্সিয়ার তিন দর্শককে ভিনিসুসকে তার গায়ের রং নিয়ে অপমান করায় আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সেই বছর সেপ্টেম্বরে মায়োর্কার মাঠে ভিনিসুস ও ভিয়ারিয়ালের স্যামুয়েল চুকউয়েজের উদ্দেশে বর্ণবাদী আচরণ করার দায়ে এক দর্শক দোষী সাব্যস্ত হন। তাকে ১২ মাসের কারাদণ্ড ও তিন বছরের জন্য মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এছাড়াও তাকে ভিনিসুসের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি এবং বৈষম্যবিরোধী প্রশিক্ষণ গ্রহণ করতে হয়।

মন্তব্য করুন: