১৬ বলে ফিফটিতে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড
২৩ মে ২০২৫

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফ-সেঞ্চুরির এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ বলে ফিফটি হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার।
শুক্রবার ডাবলিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিসি কার্টির শতকে ৮ উইকেটে ৩৫২ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
৪৪তম ওভারে আট নম্বরে ব্যাটিংয়ে নামা ফোর্ড ৮ ছক্কা ও এক চারে ফিফটি স্পর্শ করেন ৪৭তম ওভারে। শেষ পর্যন্ত ২৩ বছর বয়সী এই ব্যাটারের ইনিংস থামে ১৯ বলে ২ চার ও ৮ ছক্কায় ৫৮ রানে।
এর আগে ওয়ানডেতে ১৬ বলে ফিফটি হাঁকিয়েছিলেন কেবল ডি ভিলিয়ার্স। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। সেই ম্যাচেই তিনি ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছিলেন তিনি।
ওয়ানডেতে দ্রুততম ফিফটির তালিকায় এই দু’জনের পরে আছেন চারজন – শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ও কুশল পেরেরা, নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। তারা প্রত্যেকেই ১৭ বলে ফিফটি হাঁকিয়েছিলেন।
মন্তব্য করুন: