পাকিস্তানে যাচ্ছেন না নাহিদ রানা

পাকিস্তানে যাচ্ছেন না নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশটিতে গিয়েছিলেন নাহিদ রানা। কিন্তু পেশোয়ার জালমির হয়ে তরুণ এই পেসার মাঠে নামার আগে ভারত-পাকিস্তান সীমান্তে অস্থিরতার জেরে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল টুর্নামেন্টটি। এবার পাকিস্তানের মাটিতে হতে যাওয়া বাংলাদেশের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের নাহিদের পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম। তার মতে, ট্রমাজনিত কারণে পাকিস্তানে যেতে চাইছেন না উদীয়মান এই ফাস্ট বোলার।

“যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে নাহিদ রানা ও রিশাদকে, সেটা যদি ট্রমাটাইজ করে একজনকে, তাকে দোষ দেওয়ার সুযোগ নেই। সে কারণেই সম্ভবত নিজেকে সরিয়ে নিয়েছে ও (নাহিদ)।”

এবারের পিএসএলে পেশোয়ারের হয়ে নাহিদ ও লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন ম্যাচ খেলতে গিয়েছিলেন। চলতি মাসের শুরুর দিকে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জেরে গত ৯ মে সাময়িকভাবে পিএসএল স্থগিত করা হয়েছিল। সে সময় টুর্নামেন্টের একটি ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলায় খবর প্রকাশ হয়েছিল।

নাহিদ ছাড়াও পাকিস্তান সফরে জাতীয় দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কিলির না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নাজমূল।

তবে নাহিদ না গেলেও দলে বাড়তি কোনো ক্রিকেটার নেওয়া হবে না বলে জানান অপারেশন্স কমিটির প্রধান। আইপিএল শেষ করে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের নিরাপত্তা প্রসঙ্গে নাজমূল বলেন, “চ্যাম্পিয়নস ট্রফিতে আমি গিয়েছিলাম। আমার মনে হয় না, এর চেয়ে বেশি নিরাপত্তা দেওয়ার সুযোগ আছে। আমার পিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন – আমাদের পক্ষে যতটুকু নিরাপত্তা দেওয়া সম্ভব, আমরা সবকিছু করব।”

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে শারজাতে আছে নাহিদ-রিশাদরা। সেখান থেকে আগামী ২৫ মে পাকিস্তানে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে যাবে লিটন দাসের দল। ২৮ ও ৩০ মে এবং ১ জুন লাহোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: